"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৬১৮ [ তারিখ : ০৭-০৪-২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


লাল আকাশের ডায়েরি by @mohamad786


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম: মোঃ ফয়সাল আহমেদ। তিনি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসেন। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে তার ভালো লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা তার অন্যতম শখ। লেখালেখির মাধ্যমে নিজের ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসেন। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা তার লেখার মূল অনুপ্রেরণা। তাই প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করেন তিনি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখেন। এসব অভিজ্ঞতা তাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়। স্টিমিটে জয়েন করেছেন জুলাই ২০১৯ এ।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

এক.png
দুই.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


ফটো0.jpg

লাল আকাশের ডায়েরি @mohamad786 (৬/০৪/২০২৫ )

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।
গতকাল সন্ধ্যায় আকাশ ছিল একদম লালচে, যেন সূর্য তার শেষ আলোর ঝলক দিয়ে পৃথিবীকে এক নতুন রঙে রাঙিয়ে ফেলেছিল। সূর্য তখন ধীরে ধীরে অস্ত যাচ্ছিল এবং সেই মুহূর্তে আমি আর আমার বন্ধুরা একটি ফাঁকা জায়গায় আড্ডা দিতে গিয়েছিলাম। লালচে আকাশের সৌন্দর্য দেখে এক ধরনের প্রশান্তি অনুভব হচ্ছিল, যেন সব কিছু থেমে গেছে, শুধুমাত্র সেই মুহূর্তটি উপভোগ করার জন্য। ফোন বের করে সেই অমূল্য মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করলাম। আজকের ব্লগে আমি সেই লালচে আকাশের কিছু মনোমুগ্ধকর ছবি শেয়ার করব এবং সেই সূর্যাস্তের মুহূর্তের সৌন্দর্য নিয়ে কিছু কথা বলব। চলুন, শুরু করি আজকের ব্লগ.......


সৃজনশীলতা সেটা যে কোন ভাবে কিংবা যে কোন মাধ্যমে প্রকাশিত হতে পারে, সেটা আমি বহুবার বলেছি। এছাড়াও যারা ভিন্ন ভিন্নভাবে নিজের মনের মাঝে লুকিয়ে থাকা প্রতিভাবেকে প্রকাশ করার চেষ্টা করেন। তাদেরকে নানাভাবে উৎসাহ কিংবা অনুপ্রাণীত করার চেষ্টাও করে থাকি আমি নিয়মিত। আসলে এটাই হওয়া উচিত সবার ক্ষেত্রে। উৎসাহ বিষয়টি এমনই, যেখানে যা কিছু ভালো লাগবে সেখানে অনুপ্রেরণা যোগাতে হবে এবং কাংখিতভাবে উৎসাহ দিতে হবে।

যদিও আমার সৃজনশীলতা খুবই কম কিন্তু তবুও আমি অন্যের সৃজনশীলতা দেখতে এবং তাদের উৎসাহ দিতে বেশ পছন্দ। আমি নিজেও নিয়মিত ফটোগ্রাফি করার চেষ্টা করি। বিশেষ করে সকালের সূর্য দেখার সময় আর বিকেলে সূর্য অস্ত যাওয়ার সময়। আমি প্রচুর ফটোগ্রাফি করেছি বিকেলের এই সূর্য অস্ত যাওয়ার মুহুর্তটিকে নিয়ে। কারণ এই সময়টা চারপাশের পরিবেশকে ভীষণভাবে আকর্ষণীয় করে তুলে এবং যে ফটোগ্রাফি করতে পারে না, তারও মনে সাধ জাগে কিছু দৃশ্য ক্যাপচার করার। এটাই হলো প্রকৃতির আকর্ষণ।


ফটো00.jpg

ছবিটি @mohamad786 ব্লগ থেকে নেওয়া।

ঠিক সেই কারণেই আজকের ফটোগ্রাফির পোষ্টটি আমার দৃষ্টি আকর্ষণ করে এবং সত্যি কথা বলতে আজকে আমি বিকেলের সূর্য অস্ত যাওয়ার মুহুর্তটিকে নিয়ে প্রায় ২৫টির মতো দৃশ্য ক্যাপচার করেছি। সুতরাং বুঝতেই পারছেন আজমের মনটা কতটা আনন্দিত হয়েছে সুন্দর এই মুহুর্তগুলো দেখে। সুতরাং আমার বিশ্বাস আজকের ফিচার্ড পোষ্টটি আপনাদের কাছেও ভালো লাগবে এবং দৃশ্যগুলো আপনারাও উপভোগ করবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner 3 years.png

Banner PUSS0.png