"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৪১৮ [ তারিখ : ০৬-০৯-২০২৪ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @saymaakter
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম- মোছাঃ সায়মা আক্তার। জাতীয়তা - বাংলাদেশী। তিনি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা। উনি কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে তার খুব ভালো লাগে। তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করেন এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখতে চান। এটা সত্যি দারুণ এবং মহৎ একটা কাজ। বর্তমানে স্টিমিট জার্নির বয়স ২ বছর চলমান।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
ডাই পোস্ট || চুলের যত্নে ন্যাচারাল রেমেডি || by @saymaakter (৫/০৯/২০২৪ )
প্রকৃতি এবং প্রকৃতির মাঝে যা কিছু তার সব কিছুই কোন না কোনভাবে আমাদের জন্য বেশ উপকারী, কোন কোন ক্ষেত্রে আমরা প্রকৃতি হতে সরাসরি উপকৃত হয়ে থাকি আবার কোন কোন ক্ষেত্রে আমরা প্রকৃতি হতে পরোক্ষভাবে উপকৃত হয়ে থাকি। মোট কথা হলো প্রকৃতি এবং তার মাঝে থাকা উপকরণগুলো দারুণভাবে আমাদের জন্য উপকারী এবং নিরাপদ। তবে সেটা সঠিক ব্যবহার জানাটা আবশ্যক। আজকে দিনে হয়তো আমরা একটা কাশি হলেও ডাক্তার এর কাছে ছুটে যাই এবং এতো এতো ঔষুধ খাওয়ার চেষ্টা করি। কিন্তু যখন চিকিৎসা ব্যবস্থা এতোটা উন্নত ছিলো না, তখন কি সবাই বিনা চিকিৎসায় মারা যেতো। মোটেও না বরং তখন তারা আমাদের তুলনায় অধীক সুস্থ ছিলেন।
কারন তারা যে কোন সমস্যার সমাধানে প্রকৃতির উপর নির্ভর করতেন এবং প্রকৃতির নানা উপাদানের সঠিক ও সুন্দর ব্যবহার করতেন। যার কারনে প্রকৃতির উপকরণগুলো সম্পর্কে তাদের একটা স্বচ্ছ ধারণা ছিলো। কিন্তু আমরা প্রকৃতি হতে অনেক বেশী দূরে সরে গিয়েছি এবং প্রকৃতির উপকরণগুলোর প্রতি আমাদের বিশ্বাস কিংবা আস্থা দুটোর কোনটাই নেই বললেই চলে। যার কারনে আমরা টাকা খরচা করছি, ঔষুধও সেবন করছি কিন্তু আগের দিনের সেই মানুষগুলোর মতো অতোটা সুস্থ থাকতে পারছি না। প্রকৃতি হতে আমাদের সংযোগ বিচ্ছিন্ন বললেই চলে। আজকের ফিচার্ড পোষ্ট বাছাই করতে গিয়ে সায়মা ম্যাডামের এই পোষ্টটি আমার দৃষ্টি আকর্ষণ করে, কারন স্কুল জীবন হতে আমিও নিয়মিত এখন পর্যন্ত চুলে মেহেদী ব্যবহার করে আসছি।
ছবিটি @saymaakter আপুর ব্লগ থেকে নেওয়া।
আমি অবশ্য শুধুমাত্র মেহেদী পাতা পেষ্ট করে ব্যবহার করি, কিন্তু এগুলোর সাথে অতিরিক্ত কিছুই মিক্স করি না। তবে আজকের এই পোষ্টটি পড়ার পর হতে পরবর্তীতে যখনই মেহেদী ব্যবহার করার চেষ্টা করবো অবশ্যই বাড়তি এই উপকরণগুলোর উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করবো কারন প্রকৃতির উপর আমার বিশ্বাস এবং আস্থা দুটোই দারুণভাবে আছে। সহজ এবং সুন্দরভাবে আমরা যদি প্রকৃতির উপকরণগুলো ব্যবহার করতে পারি তাহলে নিশ্চিতভাবে সেটা আমাদের জন্য আরো বেশী উপকারী হবে। আশা করছি আপনাদের কাছেও আজকের ফিচার্ড পোষ্টটি ভালো লাগবে।