মিকি মাউসের সৃষ্টি।।০৬ এপ্রিল ২০২৫
হ্যালো বন্ধুরা,
মিকি মাউসের জন্ম হয় ১৯২৮ সালে, ওয়াল্ট ডিজনি ও ইউব আইওয়ার্কসের সৃজনশীল মস্তিষ্ক থেকে।এর আগে তারা “অসলও দ্য লাকি র্যাবিট” নামের একটি চরিত্র তৈরি করেছিলেন কিন্তু তার স্বত্বাধিকার হারিয়ে ফেলেন।এই ঘটনাটি ওয়াল্ট ডিজনিকে খুব কষ্ট দিয়েছিল তবে তিনি হাল ছাড়েননি। তিনি নতুন একটি চরিত্রের খোঁজে নেমে পড়েন এবং ইউব আইওয়ার্কসের সহায়তায় সৃষ্টি করেন একটি মজার, প্রাণবন্ত ও দুষ্টু ইঁদুর—যার নাম হয় মিকি মাউস।
মিকির প্রথম দুটো অ্যানিমেশন ছিল “Plane Crazy” ও “The Gallopin' Gaucho”, কিন্তু এগুলো তেমন সাড়া ফেলেনি।তবে “Steamboat Willie” (১৮ নভেম্বর, ১৯২৮) মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে সবকিছু বদলে যায়।এটি ছিল প্রথম সাউন্ড সিঙ্ক্রোনাইজড অ্যানিমেশন যেখানে চিত্র ও শব্দ একসঙ্গে মিলে অভিনব এক অভিজ্ঞতা তৈরি করে। ওয়াল্ট ডিজনি নিজেই মিকির কণ্ঠ দেন যা দর্শকদের কাছে আরও বাস্তবসম্মত ও আকর্ষণীয় করে তোলে চরিত্রটিকে।
মিকি মাউস দ্রুতই জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায়।১৯৩০-এর দশক থেকে সে কমিক স্ট্রিপ, বই, খেলনা ও বিজ্ঞাপনে জায়গা করে নেয়।শিশুদের কাছে সে হয়ে ওঠে এক প্রিয় বন্ধু আর প্রাপ্তবয়স্কদের চোখে এক আশা ও আনন্দের প্রতীক। কার্টুনের পাশাপাশি মিকি হাজির হয় শিক্ষামূলক ভিডিও, সামাজিক বার্তা ও এমনকি রাজনৈতিক প্রোপাগান্ডায়ও।মিকি মাউস প্রথম অ্যানিমেটেড চরিত্র যার জন্য একটি ওয়াক অফ ফেম স্টার দেওয়া হয় ১৯৭৮ সালে তার ৫০তম জন্মদিন উপলক্ষে।
মিকি মাউস শুধু একটি চরিত্র নয়,ডিজনি ব্র্যান্ডের কেন্দ্রবিন্দু।তার সাফল্যের উপর ভিত্তি করেই ওয়াল্ট ডিজনি তার কোম্পানি বড় করতে থাকেন।Disneyland ও Disney World পার্কগুলোতেও মিকি মুখ্য চরিত্র হিসেবে উপস্থিত।প্রতিটি ডিজনি প্রজেক্টের শুরুতে তার চিহ্ন কিংবা মুখাবয়ব ব্যবহৃত হয় যা দর্শকদের মনে বাড়তি আনন্দ জাগায়।মিকি হয়ে ওঠে বিশ্বজুড়ে বন্ধুত্ব, হাসি এবং ইতিবাচক মনোভাবের প্রতীক।
মিকি মাউস সময়ের সাথে সাথে শুধু শিশুদের নয়, বড়দের কাছেও এক স্মৃতিময় চরিত্রে পরিণত হয়েছে।তিনি বিশ্বব্যাপী একটি সাংস্কৃতিক আইকন হিসেবে বিবেচিত হন।অ্যানিমেশন জগতে তার আবির্ভাব একটি বিপ্লব এনেছিল যেখান থেকে শুরু হয় আধুনিক কার্টুন যুগ।আজও মিকি মাউস নানা রূপে বিভিন্ন সিরিজ, চলচ্চিত্র, পণ্য এবং ইভেন্টে ফিরে আসে,প্রমাণ করে যে এই ছোট্ট ইঁদুরের আবেদন কখনোই পুরনো হয় না।
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Take it out and let it go.
Creativity and Hard working. Discord