আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৬৯ || ফটোগ্রাফি - ফসলের মাঠে কৃষকের হাসি।


আমার বাংলা ব্লগ - ৬৯

Contest-Cover_Ann_.png

banner credit @hafizullah

nowrin,.png

কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন । শীতের শেষ বসন্ত এসে গেছে , বাংলাদেশ এবং ভারত দুটি দেশ ই কৃষি প্রধান দেশ। আর এজন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ কন্টেস্ট – "ফসলের মাঠে কৃষকের হাসি"। এই কন্টেস্টের মাধ্যমে আমরা কৃষকদের অক্লান্ত পরিশ্রম, ফসলের সোনালী আভা এবং প্রকৃতির অপার সৌন্দর্যকে একত্রে তুলে ধরতে চাই। আপনার ক্যামেরায় ধরা পড়া মুহূর্তগুলোই হতে পারে এই কন্টেস্টের বিজয়ী! এই কন্টেস্টের মাধ্যমে আমরা কৃষকদের শ্রদ্ধা জানাতে চাই এবং তাদের আনন্দ, সংগ্রাম ও সাফল্যের গল্পগুলোকে ছবির মাধ্যমে বিশ্বের কাছে পৌঁছে দিতে চাই।



শেয়ার করো তোমার সেরা ফটোগ্রাফি - ফসলের মাঠে কৃষকের হাসি ।


নির্দেশিকাঃ


  • প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।
  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • আপনার শেয়ার করো তোমার সেরা ফটোগ্রাফি - ফসলের মাঠে কৃষকের হাসি পোস্টটিতে কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
  • Plagiarism নিষিদ্ধ , তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • কারো লেখা কিংবা ফটোগ্রাফি কপি করা যাবে না।
  • কপিরাইট ফটো ব্যবহার করলে সোর্স উল্লেখ করতে হবে।
  • পোষ্ট করার পর আর এডিট করা যাবে না , সুতরাং ভালোভাবে রিভিউ করে পোষ্ট করতে হবে।
  • অংশগ্রহনের সময়সীমা ২৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-69, #photography-contest এবং #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পুরস্কারঃ


  • প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ১৪ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম
  • ষষ্ঠ স্থান অধিকারী- ১০ স্টিম
  • সপ্তম স্থান অধিকারী- ৯ স্টিম
  • বিশেষ পুরস্কার- ১৫ স্টিম

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ


IDDesignationRole
@rmeFounderInfrastructure development & all programming works
@blacksCo-FounderAll administrative works
@winklesExecutive Admin India RegionAll administrative works in India region
@hafizullahExecutive Admin Bangladesh RegionAll administrative works in Bangladesh region
@swagata21Community Admin India RegionAll administrative works in India region
@nusuranurCommunity Admin Bangladesh RegionAll administrative works in Bangladesh region
@rex-sumonRegulatory compliance AdminControl the quality of entire community
@moh.arifWitness & Dev Team AdminAll administrative works in Witness & Dev Team
@shuvo35Social Media & Marketing AdminAll administrative works in Social Networking


প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ২৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং রোজ বৃস্পতিবার, ইন্ডিয়ান সময় রাত ৮.৩০ মিনিটে, বাংলাদেশ সময় রাত ৯.০০ টায়। আমার বাংলা ব্লগ কমিউনিটির voice Hangout এর মাধ্যমে।


প্রতিযোগিতার স্পন্সর - আমার বাংলা ব্লগের সকল এডমিন, মডারেটর ।