How to buy PUSS Coin(আমার বাংলা ব্লগের ১ম কয়েন কেনার পদ্ধতির সম্পূর্ণ টিউটোরিয়াল)
আপনারা সকলেই জানেন আমার বাংলা ব্লগের প্রথম meme coin launch করা হয়েছে।তার নাম হলো " PUSS "।
তাই আজকে আমি এসেছি সে বিষয়ের টিউটোরিয়াল পোস্ট নিয়ে। সেটি হলো আমাদের আমার বাংলা ব্লগ প্লাটফর্মের প্রথম meme coin টি কি করে Buy হবে।তা একেবারে সহজ ভাবেই দেখানোর চেষ্টা করছি। যাতে বুঝতে সকলের সুবিধা হয়।
[এই কয়েনটি কেনার জন্যে আপনাদের tronlink ওয়ালেটে trx থাকতে হবে।যদি না থাকে তাহলে আগে trx কিনবেন।]
এই কয়েনটি খুব সহজেই কেনা যাবে আপনার কাছে যদি ল্যাপটপ থাকে এবং সে সাথে সেই ল্যাপটপের TronLink এর Extension থাকে। যদি লেপটপ এ এই এক্সটেনশনটি না থাকে। তাহলে আপনারা সরাসরি গুগল সার্চ করবেন Tronlink লিখে।এরপর আপনাদের সামনে আসবে Tronlink Wallet
এরপর সেখানে ঢুকে Install Now এ ক্লিক করবেন।এরপর দেখবেন তিনটি অপশন আসবে। সেগুলো হলো (Android,ios,Extension)।তো আপনারা Extension এ ক্লিক করে ইন্সটল করে নেবেন।
এরপর দেখবেন আপনার ক্রোম এর মেইন পেইজের ডান সাইডে বক্স আকৃতির একটি অপশন রয়েছে। সেখানে আপনার কার্সর নিলে দেখবেন যে Extension লেখা রয়েছে এবং সেখানে TronLink এর অপশন রয়েছে।
এরপরে সেখানকার কাজ আপাতত শেষ।
(https://sunpump.meme/token/TX5eXdf8458bZ77fk8xdvUgiQmC3L93iv7)এখন অ্যানাউন্সমেন্ট চ্যানেলে দেওয়া এই লিংকটিতে প্রবেশ করবেন। লিংকটিতে প্রবেশ করার পরে আপনার একটা স্ক্রিন আসবে।
এরপরে উপরের Connect Wallet অপশনটিতে ক্লিক করবেন।
কানেক্ট করার পরে আপনার একটি এড্রেস এখানে এভাবে দেখা যাবে।
এরপরে আপনি একটু নিচের দিকে আসবেন। সেখানে দেখবেন যে buy/sell করার অপশন রয়েছে। এরপর আপনি কত trx এর PUSS কিনতে চাচ্ছেন।সে পরিমাণ trx এর সংখ্যা লিখবেন।এরপর নিচের Trade অপশনটিতে ক্লিক করবেন।
এরপরে এরকম একটি পেইজ আসবে এবং বাম পাশে Sign অপশনটিতে ক্লিক করে দেবেন।
এরপরে দেখবেন যে আপনার ট্রানজেকশনটি সাকসেসফুল হয়েছে। অর্থাৎ আপনি সফলভাবে কয়েন কিনতে পেরেছেন। তাই Confirm বাটনে ক্লিক করে দেবেন।
এরপরে এনাউন্সমেন্ট চ্যানেল এ দেওয়া sunpump এর লিংকটির একটু নিচের দিকে নামলেই পাবেন Trading History। সেখানে আপনার trade টি দেখতে পারবেন।
আপনি আপনার Portfolio দেখতে পারবেন, আপনার ওই এড্রেসটির উপরে কার্সর নিলেই দেখবেন দুইটা অপশন এসেছে।তার মধ্যে Portfolio এর উপর click করবেন। (আমি কার্সর সরালে অপশনটি চলে যাচ্ছে তাই মোবাইল দিয়ে ছবিটি দিলাম।)
এরপরে সেখানে দেখতে পারবেন আপনি কতো Token কিনেছেন।
এখন আপনি আপনার ক্রোমের Tronlink এর অপশন এ ফিরে আসবেন। সেখানে এই যোগ চিহ্ন দেওয়া অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে সেখানে PUSS লেখা রয়েছে(Puss Coin টা দেখতে পাবেন) । এবং puss লেখার পাশে আরো একটি (+) চিহ্ন রয়েছে। সেখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনার PUSS টোকেনটি আপনার এই Assets লিস্টে দেখবেন।
এইতো আপনার কাজ শেষ এখন। এভাবে করেই আপনি buy/sell করতে পারবেন। যদি সেল করতে চান তার ও প্রসেস একই রকম। অর্থাৎ বাই সেলের অপশনে গিয়ে sell এ ক্লিক করবেন। যদিও আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দেবো এখন sell করবেন না।কারন আমাদের এই coin এর প্রাইস বাড়তে পারে।
[বি:দ্রঃ এখানে কেনার জন্যে জোর করা হচ্ছেনা। এটা দাদা তৈরি করেছেন fun এর উদ্দেশ্যে।তবে আপনারা জানেন আমাদের সবরকম কার্যক্রম কেমন হয়।তাই সব কিছু আপনাদের ব্যাপার।]
This is your beloved @nusuranur.



250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR