How to buy PUSS Coin with Mobile(আমার বাংলা ব্লগের ১ম কয়েন কেনার পদ্ধতির সম্পূর্ণ টিউটোরিয়াল)

🌼 হ্যালো, আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশাকরছি সকলে ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি ।

Tutorial

puss_mini_banner.png

credit @hafizullah

nowrin,.png

আজকে আবারো চলে আসলাম নতুন আরও একটি লেখা নিয়ে। আশা করি আজকের লেখাটিও আপনাদের সকলেরই ভালো লাগবে।

গতকাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম কি করে ল্যাপটপের মাধ্যমে আমার বাংলা ব্লগ এর প্রথম ( Meme Coin - Puss) buy করতে হবে। কিন্তু অনেকের কাছেই এই মুহূর্তে ল্যাপটপ এভেইলেবেল নেই কিংবা ল্যাপটপে কাজ করা হয়তো সম্ভব না। তাই দাদার পরামর্শে আজকে আমি আপনাদের সাথে মোবাইলের মাধ্যমে কি করে আপনারা Puss Coin টি কিনবেন সেই টিউটোরিয়ালটি নিয়ে এসেছি। আর প্রথমেই বলে রাখি, ল্যাপটপ এর চেয়ে মোবাইলের মাধ্যমে Coin টি কেনা আরো সহজ।

১ম ধাপ

IMG_4851.jpeg

আপনাকে প্লে স্টোর থেকে Tronlink apps ডাউনলোড করতে হবে।আপনাদের সুবিধার্থে আমি apps লিংক টি দিয়ে দিচ্ছি।
For Android -(https://play.google.com/store/apps/details?id=com.tronlinkpro.wallet)
For Iphone -
https://apps.apple.com/us/app/tronlink-trx-btt-wallet/id1453530188


২য় ধাপ

IMG_4835.jpeg

আপনার Tronlink এর seed/private key দিয়ে ওয়ালেট এ প্রবেশ করতে হবে।


৩য় ধাপ

IMG_4853.jpeg

এরপর আপনাকে নিচের এই Discover অপশনটিতে ক্লিক করতে হবে।


৪র্থ ধাপ

IMG_4855.jpeg

এরপর আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটির এনাউন্সমেন্ট চ্যানেলে দেওয়া এই লিঙ্কটি( https://sunpump.meme/token/TX5eXdf8458bZ77fk8xdvUgiQmC3L93iv7) কপি করতে হবে।


৫ম ধাপ

IMG_4854.jpeg

এরপর Discover এর Search on type URL এর ঘরটিতে ওই লিংকটি paste করতে হবে ।


৬ষ্ঠ ধাপ

IMG_4856.png

এরপর নিচের Go To তে ক্লিক করতে হবে।


৭ম ধাপ

IMG_4857.jpeg

সেখানে click করার পরে আপনার সামনে এই পেজটি আসবে।


৮ম ধাপ

IMG_4858.jpeg

এরপর আপনি কতো trx এর সমপরিমাণ Coin কিনবেন সেই trx এর পরিমাণ লিখতে হবে। এই puss coin কেনার জন্য অবশ্যই আপনি যতো trx লিখছেন ততো trx আপনার ওই tronlink wallet এ থাকতে হবে।


৯ম ধাপ

IMG_4859.png

এরপরে Trade ক্লিক করতে হবে।


১০ম ধাপ

IMG_4860.jpeg

এরপরে এরকম একটি পেজ আপনার সামনে আসবে।নিচের confirm এ ক্লিক করবেন।


১১তম ধাপ

IMG_4861.jpeg

Confirm এ ক্লিক করার পরে আপনার কাছে আপনার Tronlink Wallet এর password চাইবে, পাসওয়ার্ডটি দিয়ে কনফার্ম করবেন।


১২তম ধাপ

IMG_4863.jpeg

এরপরে আপনি আপনার tronlink walletএর Assets অপশনটিতে আসবেন। এরপরে পাশের (+) চিহ্ন দেওয়া অপশনটিতে ক্লিক করলে। আপনি PUSS Coinটি দেখতে পারবেন এবং Puss Coin এর পাশে আরো একটি (+) যোগ চিহ্ন দেখতে পাবেন। সেই যোগ চিহ্ন তে click করলে দেখবেন যে আপনার puss কয়েনগুলো এভাবে এই স্ক্রিনশট এর মতোন আপনার অ্যাসেট অপশনটিতে শো করছে।


১৩তম ধাপ

IMG_4864.jpeg

আপনি ডিটেলস দেখতে চাইলে আপনার এপস এর PUSS কয়েনের উপর ক্লিক করবেন। এতে করে আপনি আপনার ট্রানজেকশন গুলো দেখতে পারবেন।


এই স্টেপ গুলো ফলো করলে খুব সহজেই আপনি আপনার কয়েন কিনতে পারবেন। সে সাথে সেল করার পদ্ধতি ও একেবারে একই। অর্থাৎ buy এর জায়গায় sell option র ক্লিক করলেই হয়ে গেলো। তাও যদি বুঝতে সমস্যা হয়, তাহলে টিকেট কাটবেন আমরা সকলেই রয়েছি আপনাদের সাহায্য করার জন্য।


The End📍
আশা করছি লেখাটি আপনাদের ভালো লাগবে।


This is your beloved @nusuranur.



Banner_PUSS2.png

8FF7198D-D313-4FC3-ADE4-05C262C64B9E.png