আইন সবার জন্য সমান
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আইন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আমাদের এই সমাজ যখন সৃষ্টি হয়েছে তখন থেকে এই সমাজের মানুষেরা বিভিন্ন ধরনের কাজ করতো। আসলে এমন কিছু কিছু কাজ রয়েছে সব সময় সেগুলো মানুষের জন্য ক্ষতিকারক ছিল। আর এভাবে মানুষ যাতে খারাপ কাজের দিকে না যেতে পারে তাই সমাজ ব্যবস্থা ঠিকঠাক রাখার জন্য বিভিন্ন ধরনের আইন কানুনের প্রচলন ঘটেছে। অর্থাৎ এই আইন কানুন আসার পর থেকে সমাজের খারাপ লোকেদের কাজকর্ম অনেক বেশি কমে গেছে এই শাস্তি পাওয়ার ভয়। আসলে আমরা যে সমাজে বসবাস করি সে সমাজে বসবাস করতে গেলে সে সমাজের কিছু প্রচলিত রীতিনীতি আমাদের পালন করতে হয়। কেননা আমরা যদি সমাজের রীতিনীতি পালন না করে শুধুমাত্র নিজেদের মতো করে বসবাস করার চেষ্টা করি তাহলে আমরা কখনো অন্যের সঙ্গে মিলেমিশে বসবাস করতে পারবো না।
আসলে সমাজের এই মানুষগুলো যখন এক জায়গায় বসবাস করতে থাকে তখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের ভালোবাসার সৃষ্টি হয়। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা সব সময় অন্য মানুষের ক্ষতি করার চেষ্টা করে এবং সেই সব মানুষের উপর বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করতে থাকে। কিন্তু এই আইন ব্যবস্থায় সবসময় রয়েছে যে আমরা যদি অন্যান্য মানুষের উপর অন্যায় অত্যাচার করি তাহলে আমাদের অবশ্যই শাস্তি পেতে হবে। শুধুমাত্র শাস্তি নয় বরং এই অন্যায় যাতে পরবর্তীতে আমরা না করি সেজন্য আমাদের বোঝানো হয়। আসলে পৃথিবীর সব দেশের আইন কানুন একেক ধরনের হয়ে থাকে। আর এই বিচার ব্যবস্থা যদি সঠিকভাবে থাকে তাহলে প্রত্যেকটি দেশ সব সময় সঠিকভাবে চলতে থাকবে সামনের দিকে এবং দেশ আরো উন্নতি হবে।
কিন্তু যারা দেশের আইন কানুন মেনে চলে না এবং নিজেদের মতো করে চলার চেষ্টা করে তারা কখনো ভালো মানুষ হতে পারে না। অর্থাৎ আইন কানুন মেনে না চললে সমাজে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তার সৃষ্টি হয় এবং মানুষগুলো কখনও এক জায়গায় সঠিকভাবে বসবাস করতে পারে না। আসলে একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে আইন কানুন মনে হয় সবার ক্ষেত্রে সমান নয়। অর্থাৎ কোন গরীব পরিবারের লোক ছোট কোন অন্যায় করলে তাকে যত বড় শাস্তি পেতে হয় ঠিক তেমনি তারা ধনী মানুষ তারা যদি বড় অন্যায় করে তাহলে তাদের জন্য শাস্তির ব্যবস্থা থাকে কিন্তু সেটি কম। আসলে আমরা সবাই জানি যে আইনের ক্ষেত্রে সবাই সমান কিন্তু বর্তমান সমাজে আমরা এর উল্টোটা সব সময় দেখতে পাই।
আসলে এই ধরনের সমাজ ব্যবস্থা যদি প্রচলিত হয় তাহলে দেশের মানুষের যেমন সমান অধিকার থাকবে না তেমনি উঁচু স্থানের মানুষগুলো সব সময় তাদের মনের মত করে চলার চেষ্টা করবে। আসলে আমার মনে হয় যে আইন সবার ক্ষেত্রে সবসময় একইরকম করা উচিত। কেননা এক একজনের জন্য যদি এক এক ধরনের আইন ব্যবস্থা চালু হয় তাহলে সেই আইন কখনো সুস্থ আইন হতে পারে না। তাইতো আমাদের সব সময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আইন কিন্তু সবার ক্ষেত্রে সমান। আসলে ব্যক্তি ধনী হোক বা গরীব হোক তাতে আইনের ক্ষেত্রে কোন যায় আসে না। আইন যদি সবার ক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে দেশের কোন মানুষ কখনো খারাপ কাজ করবে না এবং কারো উপর কোন ধরনের অন্যায় অত্যাচার করবে না। আর এর ফলে একটা সুন্দর সমাজ গঠিত হবে।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।