DAO Reserve Fund কি এবং কিভাবে কাজ করবে?
হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ইতিমধ্যেই একটি প্রপোজাল সম্পর্কে আপনারা জেনেছেন। অনেকেই এখনো ক্লিয়ার না বিষয়টি আসলে কিভাবে কাজ করবে এবং এর মূল লক্ষ্য কি? চলুন সহজভাবে বিষয়টি বুঝিয়ে দিই। প্রথমে বুঝতে হবে এটি কেন?
দীর্ঘদিন ধরে এই ব্লগিং প্লাটফর্মে নতুনত্বের ছোঁয়া নেই। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে মানুষের চাহিদা বুঝতে হয় এবং সেটা বাস্তবায়ন করতে হয়। steem ব্লকচেইনের অফুরন্ত সম্ভাবনার জায়গাটা অবহেলায় পিষ্ট। এখান থেকে বেরিয়ে আসারই একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্যোগটির নাম হলো : (Steem.DAO Reserve Fund -
ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স, ব্লকচেইন গেমিং, ডিসেন্ট্রালাইজড এপ্লিকেশন ইত্যাদির বিকাশ প্ল্যাটফর্মকে আরো অনেক বেশি গ্রহণযোগ্যতা দেবে এবং ব্যবহারযোগ্যতা বৃদ্ধিতে ব্যাপকভাবে ভূমিকা রাখবে। DAO ফান্ড স্টিমের বিভিন্ন ডেভলপমেন্ট এর কাজের জন্য ইউজ করা হয়ে থাকে। কিন্তু এখানে অনেক জটিলতা এবং সীমাবদ্ধতা রয়েছে। ধরুন একদল ডেভলপার একটি গেম ডেভেলপ করতে চাচ্ছেন স্টিম ব্লকচেইনে। এজন্য একটা ফান্ড দরকার। প্রথমত তাদের একটি প্রপোজাল আনতে হবে এবং সেটি পর্যাপ্ত ভোট প্রাপ্তির মাধ্যমে এপ্রুভ হয়ে লাইভ হবে। রিটার্ন প্রপোজাল ক্রস করার জন্য অনেক চড়াই উৎরাই পেরোতে হবে। একটি প্রোপজাল এক্টিভ করাটাই অনেক জটিল বিষয়। জটিল বিষয় তো বটেই আবার অনেক লেন্দি প্রসেস হয়ে যায়।
সব জটিলতা কাটিয়ে আপ্রুভ করে ডেভেলপমেন্টের কার্যক্রম শুরু করাটাই একপ্রকার চ্যালেঞ্জ। মাকড়সার জালের মতো এই হিজিবিজি প্রসেসটা STEEM ব্লকচেইনের নতুন নতুন ডেভেলপমেন্টের কাজে বাধা হয়ে বসে আছে। ফান্ড পড়ে আছে কিন্তু ইউজ হচ্ছে না। ফলশ্রুত আমরা পিছিয়ে পড়ছি। চলুন ব্যাপারটা আমি আরো একটু সহজ করে ব্যাখ্যা করি।
একটা বিলে অনেক পানি আছে। পাশে অনেক ফসলি জমি রয়েছে যেখানে কৃষকরা কাজ করবে বিল থেকে পানি নিয়ে। কিন্তু সব সময় বিশাল আয়োজনের মাধ্যমে সেই পানি জমি পর্যন্ত আনা সব কৃষকের জন্য সম্ভব হয়ে ওঠে না। যার ফলে কৃষি কার্যক্রম পিছিয়ে যাচ্ছে। এখন একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেখানে বিল থেকে পানি এনে একটি ওয়াটার টাঙ্কিতে রিজার্ভ করা হলো। এরপর সেখান থেকে যে কৃষকের যতটুকু পানি প্রয়োজন সেটা সময়মতো বিতরণ করা হলো। এবার কৃষক স্বাচ্ছন্দে কাজ করে শোনার ফসল ফলাবে।
রিটার্ন প্রপোজালের জটিলতা কাটিয়ে নতুন নতুন ডেভলপমেন্টের যাত্রা শুরু করতে এটি খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। প্রত্যেকেই এই নতুন প্রপোজালে ভোট দিবেন। প্রত্যেকের ভোটি গুরুত্বপূর্ণ। কিভাবে ভোট দিতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি।
![]() | ![]() |
---|
উপরের স্ক্রিনশট লক্ষ্য করুন। দুইটি উপায়েই আপনি ভোট দিতে পারবেন। steemworld থেকে ঢুকেও ভোট দিতে পারবেন, আবার স্টিম ওয়ালেট থেকেও দিতে পারবে।
![]() | ![]() |
---|
ওয়ালেট থেকে দিতে হলে প্রথমে ডান পাশের উপরের থ্রি ডট বাটনে ক্লিক করুন। এরপর Steem Proposal অপশনে ক্লিক করুন। আপনার অ্যাকাউন্টটি লগইন করুন। পূর্বে লগইন করা থাকলে আর লগইন করার প্রয়োজন হবে না। এরপর দেখুন একটু নিচের দিকে Proposal for STEEM DAO Reserve Fund নামের প্রপোজালটি Not Started হিসেবে রয়েছে। এবার আপনার মূল্যবান ভোটটি দিয়ে ফেলুন।
স্টিম ওয়ার্ল্ড থেকে যদি ভোট দিতে চান তাহলে এই লিঙ্কে প্রবেশ করুন: https://steemworld.org/sps-proposals
এখানে গিয়ে লিস্টের একটুখানি নিচের দিকে Proposal for STEEM DAO Reserve Fund নামের প্রপোজালটি দেখতে পারবেন। এখানে ভোট অপশনে ক্লিক করে ভোট দিতে পারবেন। স্টিমওয়ার্ল্ডে লগইন করা না থাকলে প্রাইভেট পোস্টিং কী দিয়ে লগইন করে নিবেন। ব্যাস হয়ে যাবে।
বিস্তারিত জানতে হলে আপনারা এই পোস্টটি ভিজিট করুন: https://steemit.com/proposal/@dao.reserve/proposal-for-steem-dao-reserve-fund - আপনাদের যদি আরো কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কমিউনিটির বাইরে আপনাদের পরিচিত কোন বন্ধু থাকলে তার সাথে লিংকটি শেয়ার করুন এবং একটি ভোট দিতে রিকোয়েস্ট করুন। ধন্যবাদ সবাইকে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

