টার্গেট ডিসেম্বর সিজন থ্রি - স্পেশ্যাল অ্যাওয়ার্ড ২০২৪

Purple_RPG_Rank_3D_style_Youtube_Gaming_Banner_20240111_121212_0000.webp


টার্গেট ডিসেম্বর সিজন থ্রি - অ্যাওয়ার্ড ২০২৪


“ ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল - গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। ”
যেকোনো ক্ষুদ্র প্রচেষ্টা একসময় বৃহৎ আকার ধারণ করে যদি সেটির মধ্যে থাকে অর্জন করার তীব্র আকাঙ্ক্ষা এবং সৎ প্রচেষ্টা। আমার বাংলা ব্লগ কমিউনিটির বেশিরভাগ ইউজারদের শুরুটা ছিলো শূন্য থেকে। নিয়মিত পাওয়ার বৃদ্ধির প্রচেষ্টার ফল আজ দৃশ্যমান।

আমি হ্যাংআউটে প্রায়ই বলি পাওয়ার বৃদ্ধি করার গুরুত্ব সম্পর্কে। স্টিমিট প্ল্যাটফর্ম দারুন সুযোগ তৈরি করে দিয়েছে কিউরেটর এবং অথরদের জন্য। যখন আপনার কাছে স্টিম পাওয়ার থাকে তখন আপনি সেই পাওয়ার ব্যবহার করে কিউরেটর হিসেবেও আয় করতে পারেন আবার একজন লেখক হিসেবেও অতিরিক্ত আয় করতে পারেন। একজন কিউরেটর হিসেবে আপনি আপনার পছন্দের কনটেন্টে ভোটিং সাপোর্ট দেয়ার মাধ্যমে কিউরেশন রেওয়ার্ড আয় করতে পারেন। আবার আপনি যখন একজন লেখক, আপনার স্টিম পাওয়ার কোন প্রজেক্টে ডেলিগেট করে নিশ্চিতভাবে সেখান থেকে ভোটিং সাপোর্ট পেতে পারেন।

নিজস্ব পাওয়ার বৃদ্ধির গুরুত্ব সম্পর্কে আমার বাংলা ব্লগ কমিউনিটি তার জন্মলগ্ন থেকেই ইউজারদেরকে ধারণা দিয়ে আসছে। আমার বাংলা ব্লগ কমিউনিটির বেশিরভাগ মেম্বার স্বতঃস্পূর্তভাবে টার্গেট ডিসেম্বর সিজন ১ থেকে ৩ পর্যন্ত নিজের পাওয়ার বৃদ্ধিতে যথেষ্ট একটিভ ছিলো। আমি চাই সিজন চারেও আপনারা আপনাদের ধারাবাহিকতা বজায় রাখবেন।

টার্গেট ডিসেম্বর সিজন থ্রি'তে যাঁরা সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ এবং সবচেয়ে বেশি অ্যামাউন্টের পাওয়ার বৃদ্ধি করেছে ইতিমধ্যেই তাদের মধ্য থেকে সেরাদের পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে। ফিজিক্যাল ক্রেস্ট এর পাশাপাশি আমি ভোটিং সাপোর্টের মাধ্যমে এক্সট্রা প্রাইজ দিতে ইচ্ছুক। বর্ষসেরা সিলেকশনের ঘোষণা অনুযায়ী @tangera এবং @nevlu123 পাচ্ছে এই পুরস্কার।


@nevlu123

মোট অ্যামাউন্ট:- 12,440 STEEM

@tangera

ধারাবাহিক পাওয়ার আপের মোট সপ্তাহ:-৫০


No.IDPostAward ForH.G vote
1@tangeraHereBest Consistent100%
2@nevlu123HereTop Amount100%

দুজনকেই অভিনন্দন। যাঁরা নিয়মিত পাওয়ার বৃদ্ধি করছেন তাদের সবার জন্যই রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। যাঁরা নিয়মিত পাওয়ার বৃদ্ধি করছে তাঁরা ডেলিগেশনের মাধ্যমে এক্সট্রা আর্ন করতে পারছে। শুধুমাত্র ফ্রি ভোটের আশায় না থেকে প্রত্যেকেরই উচিত নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করা। আপনার ইনকামের সম্পূর্ণটাই পাওয়ার আপ করার প্রয়োজন নেই। অথর রেওয়ার্ডের লিকুইড ৫০% থেকে কিছু অংশ প্রত্যেক সপ্তাহে পাওয়ার বৃদ্ধি করা উচিত।

যাঁরা লম্বা সময় এই প্লাটফর্মের সাথে থাকতে চান এবং নিজের ব্লগিং ক্যারিয়ার কে আরো উজ্জ্বল করতে চান তাদের পাওয়ার বৃদ্ধি করার কোন বিকল্প নেই। শুধুমাত্র নিজের পাওয়ার ব্যবহার করেই একটি ভালো অ্যামাউন্টের ইনকাম নিশ্চিত করা সম্ভব।

টার্গেট ডিসেম্বর সিজন চারে আপনারা নিয়মিত অংশগ্রহণ করুন। একটি টার্গেট ফিক্সড করুন এরপর সেই টার্গেট অনুযায়ী ধীরে ধীরে এগিয়ে যান। আমরা চাই ফ্রি ভোটের উপর সম্পূর্ণ নির্ভরশীলতা কমে আসুক। ধীরে ধীরে আপনাদের সক্ষমতা বৃদ্ধি করুন এবং নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠুন। সকলের জন্য শুভকামনা রইল।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««