স্টিমিট এবং ব্লকচেইন সংক্রান্ত সকল কাজে নিজের জন্য অনলাইন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
কপিরাইট ফ্রী ইমেজ : সোর্স পিক্সাবে
আপনার সকলেই জানেন যে স্টিমিটে আমার সক্রিয়তা শুধুমাত্র নিজের শখের বশে । অতি সম্প্রতি আমি স্টিমিটে ব্লগিং এর পাশাপাশি কিছু স্টিমিট এবং ব্লকচেইন সংক্রান্ত কাজেও নিজের সংশ্লিষ্টতা বৃদ্ধি করছি । গত দু' বছরে স্টিমিটে আমার ব্যস্ততা অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে । শুরুতে যেটা ছিল শুধুমাত্র একটি মাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগে" শখের বশে পোস্ট করা সেটাই এখন প্রচুর অনেকগুলো কাজে ছড়িয়ে পড়েছে ।
যদিও আমি এখন ডেইলি একটা পোস্ট করি স্টিমিটে কিন্তু আমার কাজগুলো অনেক বেশি থাকে ব্যাকগ্রাউন্ডে । এবং এগুলো অবশ্য পালনীয় প্রত্যহ কাজের মধ্যেই পড়ে । এত কাজের ভীড়ে বর্তমানে আমি বেশ একটু দিশেহারা হয়ে পড়েছি । স্টিমিট এবং ব্লকচেইন রিলেটেড এই সব শখের কাজের চাপে আমার নিজের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করাটাই বেশ দুরূহ হয়ে পড়ছে দিনকে দিন ।
বর্তমানে স্টিমিটে আমি মোট আটটি কমিউনিটির পরিচালনার দায়িত্ব পালন করছি । এসকল কমিউনিটিতে সকল প্রকার কিউরেশন এর দায়িত্বও আমি নিজেই পালন করে থাকি । প্রতিটা কমিউনিটিতে অসংখ্য ছোট-বড় নানান কাজ থাকে ।যেমন - পোস্ট কিউরেট করা, কনটেস্ট হোস্ট করা, কনটেস্ট এ বিচার করা ও পুরস্কার প্রদান করা, ডিসকোর্ড সার্ভার ও বট মেইনটিনেন্স করা, কমিউনিটির অ্যাডমিন/মডারেটরদের সাথে মিটিং প্রভৃতি ।
এছাড়াও বর্তমানে আমাদের উইটনেস টিমের পক্ষ থেকে নানান ধরণের স্টিমিট ও ব্লকচেইন রিলেটেড প্রজেক্ট ডেভেলপমেন্টের কাজ চলছে । ডেইলি এসব টিমের সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা ও মিটিং করতে হচ্ছে । এছাড়াও আমার আন্ডারে থাকা আটটা কমিউনিটির প্রায় ৩০ এর অধিক সংখ্যক অ্যাডমিন ও মডারেটরদের সাথে সংযোগ রক্ষা করতে হচ্ছে । আটটা কমিউনিটিতে অসংখ্য ছোট বড় প্রজেক্ট এবং ফিচার চলমান । এগুলোর সার্বিক মেইনটিনেন্সসহ যাবতীয় উন্নয়নের কাজের তদারকি করাটাও আমার কাজের মধ্যেই পড়ে ।
সব চাইতে বড় কষ্টের কাজ হলো ডেইলি ২০০-৩০০ ডিএম চেক করা এবং যথাযথ রিপ্লাই দিয়ে সবার সাথে সংযোগ রক্ষা করা । এত কিছু কাজের চাপে বর্তমানে আমি একদম দিশেহারা হয়ে পড়েছি । তাই আমার একজন প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট দরকার । যেহেতু, স্টিমিটে আমার সকল প্রকার কাজই ভার্চুয়াল, তাই এ ক্ষেত্রে আমার একজন অনলাইন অ্যাসিস্ট্যান্ট (ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ) দরকার । যাঁর সহযোগিতায় আমি স্টিমিট এবং ব্লকচেইন রিলেটেড আমার সকল কাজ সুসম্পন্ন করতে পারি ।
অনেক বিবেচনার পরে এই কাজের জন্য আমি একজনকে মনোনীত করতে পেরেছি । তিনি হলেন "আমার বাংলা ব্লগের" সম্মানিত অ্যাডমিন নুসূরা নূর নওরীন (@nusuranur) ।
এখন থেকে ওনাকে স্টিমিট ও ব্লকচেইন রিলাটেড আমার সকল প্রজেক্টের জন্য আমার ভার্চুয়াল প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট হিসেবে মনোনীত করা হলো ।
আমার PVA (Private Virtual Assistant) এর কন্টাক্ট ডিটেলস :
স্টিমিট আইডি : @nusuranur
ডিসকোর্ড আইডি : @Nusura Nur #2248
টেলিগ্রাম আইডি : @Nusura
ইমেইল আইডি : nusura.nowrin@steemit.email
আমার ব্যস্ততায় কিংবা অবর্তমান এ আপনারা নূসুরা নূর এর সাথে যেকোনো সমস্যা নিয়ে কথা বলতে পারেন, সেক্ষেত্রে দ্রুতই সমাধান পেয়ে যাবেন। আশা করছি সকলেই উনার গৃহীত সিদ্ধান্তকে সহযোগিতা করে স্টিমিট এবং ব্লকচেইন রিলেটেড সকল প্রজেক্টের কাজের গতিকে সচল রাখবেন।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫২৫ ট্রন জমানো (Today's target : To collect 525 trx)
তারিখ : ১১আগস্ট ২০২৩
টাস্ক ৩৫২ : ৫২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : de74f3415c5ab0f61cf010568d096cbc3c198521c1547712ede46537479258b1
টাস্ক ৩৫২ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR

