ABB নেটওয়ার্কের curation কার্যক্রমের একটি সংক্ষিপ্ত স্ট্যাটিসটিক্স

স্টিমিট প্ল্যাটফর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো curation । ব্লগাররা earn করে তাদের পোস্ট curators কর্তৃক curation করা হলে তবেই । এছাড়া আর মাত্র দু'টি ওয়ে আছে ইনকামের । এক. উইটনেস হিসেবে ব্লক ভ্যালিডেট করে এবং দুই. ডেলিগেশন প্রজেক্ট এ স্টিম ডেলিগেশন করে ইনডাইরেক্ট curation কার্যক্রমে যুক্ত হয়ে ।
ABB Network এর জন্ম হয়েছিল আজ থেকে দু'বছর পূর্বে । "আমার বাংলা ব্লগ" এর জন্মের কিছুটা পূর্বে । তখন নাম ছিল Curators । মোট ২৭ টা একাউন্ট যুক্ত হয়েছিল এই নেটওয়ার্কের সাথে । এর মধ্যে কয়েকটি একাউন্ট আমার নিজের আর বাকিগুলো আমার সহযোগীদের । এই curation নেটওয়ার্কের কাজই ছিল true curate, অর্থাৎ, নিজেদের পোস্টে ম্যাক্সিমাম ১০% ভোট দিয়ে বাকি ৯০% ভোট অন্যান্য স্টিমিয়ানদের কোয়ালিটি পোস্টে প্রদান করা ।
এই লক্ষ্যে, ধাপে ধাপে আমার নিজের কয়েকটি একাউন্ট এবং আমার এসোসিয়েটসদের একাউন্টে স্টিম পাওয়ার আপ করা হয় । ঠিকই একইভাবে সমান্তরাল গতিতে Hive এও কিউরেশন কার্যক্রম স্টার্ট করি । তবে, পরবর্তীতে Steemit নিয়েই বেশি জড়িয়ে পড়ি । জন্ম হয় "আমার বাংলা ব্লগ" এবং ABB Network এর ।
"আমার বাংলা ব্লগ" ছিল মূলত আমার একটা ড্রিম প্রোজেক্ট যেটি ডিজাইন করা হয় সম্পূর্ণ অলাভজনক প্রজেক্ট হিসেবে । মাতৃভাষায় ব্লগিং ছিল আমার মূল উদ্দেশ্য । কাজটা খুবই কঠিন । কারণ, প্রথমত আমি একজন খেয়ালি মানুষ, কখনো কাউকে অনুরোধ করে নিজের প্রজেক্ট চালাই না, তাই স্টিম কিউরেটরদের সহায়তা ছিল শূন্য । দ্বিতীয়ত, এই প্ল্যাটফর্মে ইংলিশের একচ্ছত্র আধিপত্য, তাই "আমার বাংলা ব্লগের" পপুলারিটি খুব বেশি বাড়বে না ।
আর এ জন্যই পূর্বের Curators-কে ভেঙে নতুন করে গঠিত হলো ABB Network । এটাও পূর্বের মতোই একটি কিউরেশন প্রজেক্ট, কিন্তু পূর্বের Curators যেমন স্টিমিট প্ল্যাটফর্মের যে কোনো কোয়ালিটিফুল ইউজারকে কিউরেট করতো বর্তমানের ABB Network সেটি করে না । ABB Network -এর রুলসে দুটি প্রধান পরিবর্তন আনা হয় । এক. ABB Network এর আন্ডারে থাকা কমিউনিটি গুলো শুধুমাত্র কিউরেশন এর যোগ্য বলে বিবেচিত হবে । এবং, দুই. শুধুমাত্র পোস্ট কোয়ালিটিফুল হলেই হবে না, পোস্টদাতার স্টিমিটে এনগেজমেন্ট এর হার সন্তোষজনক হতে হবে ।
আজ গত দু'বছরের ABB Network কিউরেশন প্রজেক্টের curation কার্যক্রমের একটি সংক্ষিপ্ত স্ট্যাটিসটিক্স তুলে ধরছি নিচে - (বিঃ দ্রঃ নিচের একাউন্টগুলোর কয়েকটি আমার নিজের আর বাকিগুলো আমার এসোসিয়েটসদের)
Serial | Steemit ID | Vote Count | Voting CSI | Curation Reward |
---|---|---|---|---|
01. | @curators | 32,704 upvotes | 11.40% | 25,779.250 SP |
02. | @royalmacro | 67,239 upvotes | 11.40% | 47,364.398 SP |
03. | @photoman | 31,945 upvotes | 11.40% | 108,068.403 SP |
04. | @rme | 32,518 upvotes | 9.10% | 78,519.759 SP |
05. | @amarbanglablog | 31,823 upvotes | 9.20% | 101,596.433 SP |
06. | @abb-school | 20,808 upvotes | 11.40% | 81,583.391 SP |
07. | @tron-fan-club | 15,030 upvotes | 6.50% | 135,421.314 SP |
08. | @shy-fox | 32,800 upvotes | 9.80% | 586,996.226 SP |
09. | @abb-curation | 32,276 upvotes | 14.50% | 185,208.980 SP |
10. | @oppps | 40,533 upvotes | 27.20% | 130,102.845 SP |
11. | @heroism | 39,607 upvotes | 5.60% | 44,971.352 SP |
12. | @hungry-griffin | 11,589 upvotes | 13.80% | 382,240.321 SP |
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)
তারিখ : ০২ অক্টোবর ২০২৩
টাস্ক ৪০১ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 5304e43fb87a6017826d677caeac9428badfaf19d642e07f7999e9959f889dfa
টাস্ক ৪০১ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR

