"আমার বাংলা ব্লগের" সংস্কার উন্নতিসাধন উপলক্ষে আগামী মে মাসের ২৬ তারিখ সাধারণ আলোচনা - ০২


"আমার বাংলা ব্লগ" হলো স্টিমিটের একমাত্র ভাষাভিত্তিক কমিউনিটি যেখানে বাংলা ভাষা ছাড়া আর কোনো ভাষায় ব্লগ লেখা সমর্থন করে না । ভারতের পশ্চিমবঙ্গ, আসাম আর ত্রিপুরার মাতৃভাষা বাংলা, এছাড়াও বাংলাদেশের মাতৃভাষাও বাংলা । সমগ্র পৃথিবীতে প্রায় ৩০ কোটি লোকের মুখের ভাষা বাংলা । বাংলা আমাদের মাতৃভাষা । এই ভাষা পৃথিবীর সপ্তমস্থানীয় ভাষা ।

বাংলা ভাষায় ব্লগ লিখে আমরা যতটা তৃপ্তি পাই, এমন তৃপ্তি আর কোনো ভাষায় কি পাই ? পাই না । তাই স্টিমিটে ইংলিশের পরিবর্তে আমি সব সময় বাংলায় লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি । ঠিক এমনটাই হয়ে থাকে ইন্ডিয়া আর বাংলাদেশের বাংলা ভাষাভাষী বাঙালিদের মধ্যে । তাই খুবই অল্প সময়ের মধ্যে স্টিমিটে নাম্বার ওয়ান পজিশনে চলে গিয়েছে "আমার বাংলা ব্লগ" ।

আগামী মাসে "আমার বাংলা ব্লগের" তিনটি বিষয় নিয়ে কমিউনিটির সকল অ্যাডমিন-মডারেটর এবং জেনারেল ইউজারদের মধ্যে একটা সাধারণ আলোচনা সভার আয়োজন করা হয়েছে । এই আলোচনা সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে "আমার বাংলা ব্লগ"- ডিসকোর্ড সার্ভারের #community-hangout চ্যানেলে ।

০১. আমার বাংলা ব্লগের সদস্যদের এক্টিভিটিস এর উপর ভিত্তি করে পয়েন্টস সিস্টেম চালু করা । অনেকটা Reddit এর Karma পয়েন্টস এর মতো । এই পয়েন্টস রিডেম্পশন করে বাড়তি রিওয়ার্ডস পাওয়ার ব্যবস্থা চালু করা ।

০২. কোয়ালিটিফুল এবং নিয়মিত ব্লগারদের বাড়তি Karma পয়েন্টস প্রদান করার সিস্টেম চালু করা ।

০৩. গেস্ট ব্লগারদের মধ্যে প্রত্যেক সপ্তাহে তিনজনকে বাছাই করে (পোস্টের কোয়ালিটি বিচার করে) একটিভ লিস্টে রাখা ।


আমার এই কমিউনিটি গড়ার প্রধান উদ্দেশ্যই ছিল আনন্দ পাওয়া । সেটাই এখন হ্রাস পেতে চলেছে । যদি নিত্য নতুন ব্লগার জয়েন না করেন তবে সেই কমিউনিটি একঘেঁয়ে হতে বাধ্য । এছাড়াও নিয়মনীতি অত্যন্ত কঠোর হলে ব্লগাররা হতাশ হয়ে পড়েন, সেটাও একটা বড় সমস্যা । সবশেষে, যদি ব্লগাররা নিজেদের মধ্যে বড়ো বেশি প্রতিযোগিতায় মেতে ওঠেন তবে কোয়ালিটিফুল পোস্ট এবং কমেন্ট হ্রাস পাবে, আর পক্ষান্তরে পোস্ট এবং কমেন্টের কোয়ান্টিটি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে ।


এই সকল সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী ২৬শে মে রবিবার সন্ধ্যা ৭:৩০ টা (ভারতীয় সময়) এক উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে । "আমার বাংলা ব্লগ" এর ডিস্কোর্ড সার্ভারের Community Hangout চ্যানেলে কমিউনিটির সকল অ্যাডমিন, মডারেটর এবং ভেরিফায়েড ব্লগাররা আমন্ত্রিত । আলোচনার সময় সীমা ৩ ঘন্টা । আশা করছি, এই আলোচনার মাধ্যমে একটা সুন্দর সমাধানে পৌঁছতে পারবো আমরা ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««