এনএফটি (NFT) নিয়ে আপনার কিছু মতামত জানতে চাইছি

nft-7031679_1280.jpg
Copyright Free Image:Pixabay


NFT অর্থাৎ, Non Fungible Token নিয়ে একটা Decentralized Application (dApp) ডেভেলপ করতে চাচ্ছি । এই বিষয়ে আপনাদের বিস্তারিত মতামত ও আইডিয়া আশা করছি । সবাই নিচের কমেন্ট বক্সে নিজের মতো করে আইডিয়া ও মতামত শেয়ার করুন প্লিজ ।

বর্তমান যুগে NFT একটা খুবই পপুলার ব্লকচেইন বেজড কালেক্টিবল অ্যাসেট সিস্টেম । এটার জনপ্রিয়তা দিন দিন বিপুলভাবে বাড়ছে । আশা করা হচ্ছে সামনের বছর অর্থাৎ, ২০২৫ হবে NFT Year । NFT নিয়ে উন্মাদনা এই বছরেই পিকে পৌঁছতে পারে । NFT যেহেতু কোনো কারেন্সী নয়, এটা কালেক্টিবল এসেট তাই, এক একটা NFT একদমই ইউনিক । NFT এক্সচেঞ্জ করা যায় না, তবে ট্রেড করা যায় । ট্রেড আর এক্সচেঞ্জ শুনতে একই হলে কার্যত দুটি আলাদা টার্মস । ট্রেড হলো যে কোনো এসেট বা সার্ভিস এর বিনিময়ে অর্থ প্রদান করা আর এক্সচেঞ্জ হলো এক এসেট এর বিনিময়ে অন্য অ্যাসেট বা অর্থ বিনিময় করা । যেহেতু, NFT মানেই Non Fungible Token তাই এটা শুধুমাত্র বাই/সেল করা যায় কিন্তু, এক্সচেঞ্জ করা যায় না ।

কিছু কিছু NFT খুবই পপুলারিটি পায়, কিন্তু সুনির্দিষ্ট কোনো মূল্যমান নেই এসব NFT এর । কালেক্টরদের মধ্যে জনপ্রিয়তার নিরিখে এদের দাম বাড়ে কমে । এখন, এই NFT নিয়ে একটা ডিসেন্ট্রালাইজড এপ্লিকেশন আনার ইচ্ছে হয়েছে আমার । এই প্রজেক্টটা একদম ইউনিক কিছু করা গেলে সব চাইতে ভালো হতো । তাই, আপনাদের কাছে মতামত আশা করছি ।


০১. NFT minting সার্ভিস (ট্রন ব্লকচেইনে পাবলিক মিন্টিং কন্ট্রাক্ট আনা) ।

০২. Decentralized ট্রেড সিস্টেম আনা NFT এর জন্য (ট্রন ব্লকচেইন) ।

০৩. Crypto Micro Lending System । NFT কে collateral হিসেবে রেখে crypto loan চালু করা ।

০৪. NFT staking contract deploy করা । NFT কে স্টেক করে ক্রিপ্টো টোকেন আর্ন করা । অর্থাৎ, NFT ফার্মিং ।


উপরোক্ত চারটি আইডিয়ার মধ্যে কোনটা সব চাইতে বেস্ট হবে ? কেন হবে ? আপনাদের কাছে সুচিন্তিত মতামত আশা করছি ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ০২ ডিসেম্বর ২০২৪

টাস্ক ৪৬০ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 9a6c85654e035abde2bd997375936e88d8739a5f74a58a88ddc904b386fe6864

টাস্ক ৪৬০ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««