"আমার বাংলা ব্লগ"-এর ব্লগার অফ দা উইক (ফাউন্ডার'স চয়েস)
আমার বাংলা ব্লগের "ব্লগার অফ দা উইক" সম্পর্কে তো আপনারা সবাই অবগত আছেন । বিগত বেশ কয়েক মাস ধরেই এটি চলমান । প্রত্যেক সপ্তাহের সেরা ব্লগারদের নির্বাচন করে তাঁদেরকে পুরস্কৃত করা হয় । প্রতি বৃহস্পতিবার সকালে মোট ১২ জন ব্লগারের নাম নোমিনেশন লিস্টে রাখা হয় । এখন থেকে মোট ছ'টি ধাপে সেরা ব্লগার হিসেবে মোট তিন জনকে বেছে নেওয়া হয়ে থাকে ।
নিচে সংক্ষিপ্তভাবে বিচারপর্বটিকে তুলে ধরা হলো -
ধাপ -০১ : এই ধাপে "সুপার এক্টিভ লিস্ট" থেকে ১২ জন (ফিক্সড) ইউজারের নাম নমিনেট করে থাকেন কমিউনিটির সম্মানিত অ্যাডমিনগণ ।
ধাপ ০২ : ১২ জন নমিনেটেড ইউজারের টোটাল পোস্ট সংখ্যার ভিত্তিতে বিচারপর্ব সমাধা হয়ে থাকে ।
ধাপ ০৩ : এই ধাপে ইউজারদের এক সপ্তাহে করা সর্বমোট কমেন্টের সংখ্যার উপর ভিত্তি করে বিচার করা হয়ে থাকে ।
ধাপ ০৪ : এই পর্বে কমেন্ট মনিটরিং রিপোর্ট অনুযায়ী বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে । কমেন্ট মনিটরিং এর রিপোর্ট করা হয়ে থাকে ব্লগারদের কমেন্টের কোয়ালিটির উপর ভিত্তি করে ১-১০ এর মধ্যে স্কোরিং করে ।
ধাপ ০৫ : এই ধাপে ইউজারদের পোস্টের ভেরিয়েশন চেক করা হয়ে থাকে । যাঁর ভ্যারিয়েশন যত বেশি তাঁর নির্বাচিত হওয়ার সম্ভাবনা তত বেশি হয়ে থাকে ।
ধাপ ০৬ : প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে । এই পর্বটি অপশনাল । অর্থাৎ, পঞ্চম ধাপের বিচারপর্ব সমাধার পরে যদি তিনের অধিক কোনো ইউজার না থাকে তবে ধাপ-০৬ এর কোনো প্রয়োজন পড়বে না ।
এখন আসি মূলপর্বে । মাসে মোট চারবার এই ভাবেই "বেস্ট ব্লগার" নির্বাচিত হয়ে থাকে । এখন কথা হলো প্রায়ই দেখা যায় খুব ভালো কোনো ব্লগার যাঁর পোস্টের কোয়ালিটি অনেক হাই কিন্তু, যথেষ্ঠ পরিমাণ কমিউনিটি এনগেজমেন্ট না থাকার কারণে তাঁদেরকে বেস্ট ব্লগারের তকমা দেওয়া হয় না । নিয়ম মেনেই কিন্তু, বেস্ট কোয়ালিটি পোস্টদাতাদের মধ্যে অনেকেই বাদ পড়ে যাচ্ছেন ।
এটা এক হিসেবে বেশ বিব্রতকর একটা অবস্থা ! ভালো ব্লগাররাই যদি "ব্লগার অফ দা উইক" নির্বাচিত না হতে পারেন তবে আর এই ইনিশিয়েটিভর উদ্দেশ্যেই যে ব্যর্থ হয়ে যাবে । তাই আমি একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি । আজ হতে ব্লগার অফ দা উইক নির্বাচনের পাশাপাশি ব্লগার অফ দা উইক (ফাউন্ডার'স চয়েস) চালু করা হলো ।
প্রতি সপ্তাহে ব্লগার অফ দা উইক ৩ জন ইউজারের পাশাপাশি আরো এক জন ইউজারকে ব্লগার অফ দা উইক (ফাউন্ডার'স চয়েস) প্রদান করা হবে । পুরস্কার মান সমান ।
পুরস্কারের নাম : ব্লগার অফ দা উইক (ফাউন্ডার'স চয়েস)
মোট নির্বাচিত করা হবে : ১ জনকে
নোমিনেশন : কোনো নোমিনেশন নেই । প্রতি সপ্তাহে যে ইউজারের পোস্টগুলো আমার সব চাইতে বেশি ভালো লাগবে ব্যক্তিগতভাবে আমি তাঁকেই ফাইনালি সিলেক্ট করবো "ব্লগার অফ দা উইক (ফাউন্ডার'স চয়েস)" উইনার হিসেবে ।
পুরস্কার : প্রত্যেক বৃহস্পতিবার হ্যাংআউট এর সময় বিজেতার নাম ঘোষণা করা হবে । পুরস্কার হিসেবে থাকবে "ব্লগার অফ দা উইক" এর যা পুরস্কার তাই । অর্থাৎ, $২৫করে সর্বমোট $৫০ আপভোট তাঁর যে কোনো দুটি পোস্টে ।
বিঃ দ্রঃ এই "ব্লগার অফ দা উইক (ফাউন্ডার'স চয়েস)" উইনার যিনি হবেন তাঁর বিগত এক সপ্তাহের সকল পোস্টের একটি পর্যালোচনা, প্রশংসা ও সমালোচনামূলক পোস্ট করা হবে আমার @rme একাউন্টের ওয়ালে ।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)
তারিখ : ১৮ মে ২০২৩
টাস্ক ২৬৯ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 21baad6fbb2ef2ab9c8bf097bfc59be10d3ed01ac8dad072fd7b59946ddb63d3
টাস্ক ২৬৯ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
