"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড

"আমার বাংলা ব্লগ" কমিউনিটি'র ফার্স্ট ডিজিটাল টোকেন $PUSS Token । এটি একটি TRC-20 টোকেন, এর অর্থ টোকেনটি Tron ব্লকচেইনে ডিপ্লয় করা । $PUSS কয়েনের কোনো মালিকানা নেই । সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড এটি । কোনো Presale নেই, Creator কর্তৃক pre-mined কোনো স্টেক নেই । একটি কয়েনও ফ্রী পাওয়া যায়নি । ইভেন ক্রিয়েটরও একটি সিঙ্গেল কয়েন ফ্রি ফ্রি পাননি । প্রত্যেকটা $PUSS টোকেন Tron(TRX) দিয়ে কিনে নিতে হয়েছে । তাই, এই FUN প্রজেক্টটি সম্পূর্ণ স্ক্যাম ফ্রী । প্রোজেক্টটি যেহেতু সম্পূর্ণটাই তৈরী করা হয়েছে মজার উদ্দেশ্যে তাই সবার উদ্দেশ্যে জাস্ট এটাই বলবো যে এটাকে কেউ খুব সিরিয়াস কোনো প্রজেক্ট হিসেবে নেবেন না ।
বর্তমানে $PUSS টোকেনটি Tron ব্লকচেইনের DEX (Decentralized Exchange) SUNSWAP -এ লিস্টেড হয়েছে । অর্থাৎ , এখন থেকে সবাই SUNSWAP এ অনেকগুলো ক্রিপ্টো পেয়ারে $PUSS ট্রেড করতে পারবেন । বর্তমানে SUNSWAP -এ মোট ২৪ টি ক্রিপ্টো টোকেন আছে, তার মধ্যে সব চাইতে জনপ্রিয় হলো TRX, SUN, USDT, USDD, USDC, TUSD, BTT, NFT, BTC, HT, HTX প্রভৃতি । এর প্রত্যেকটার সাথে $PUSS পেয়ার করে buy/sell করতে পারবেন এখন থেকে ।
আমাদের পরবর্তী কাজ :
০ ১) "আমার বাংলা ব্লগ"-এর কনটেস্ট উইনারদের প্রাইজ টোকেন হিসেবে $PUSS ডিস্ট্রিবিউট করা ।
০ ২ ) টুইটার এবং টেলিগ্রামে $PUSS এর প্রোমোশনাল ক্যাম্পেইন লঞ্চ করা ।
০ ৩ ) $PUSS এর উপর বিভিন্ন ধরণের টিউটোরিয়াল ও পরিচিতিমূলক পোস্ট তৈরী করা
আপাতত এই । পরবর্তীতে আরো কিছু কাজের টার্গেট নেওয়া হবে । কমিউনিটির সকলের সহযোগিতা কাম্য ।
এক নজরে $PUSS Token :
COIN NAME : PUSS
TICKER : PUSS
COIN TYPE : TRC-20
BLOCKCHAIN : TRON
TOTAL SUPPLY : 100,00,00,000.00 PUSS
Coin on Tron : https://tronscan.org/#/token20/TX5eXdf8458bZ77fk8xdvUgiQmC3L93iv7
BUY/SELL INSTANTLY : CLICK HERE
বিঃ দ্রঃ প্রোজেক্টটি যেহেতু সম্পূর্ণটাই তৈরী করা হয়েছে মজার উদ্দেশ্যে তাই সবার উদ্দেশ্যে জাস্ট এটাই বলবো যে এটাকে কেউ খুব সিরিয়াস কোনো প্রজেক্ট হিসেবে নেবেন না ।
.png)
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR

