টুনকু-কে বাড়িতে নিয়ে এলুম
গতকাল দুপুরে টুনকু-কে হসপিটাল থেকে রিলিজ করলো । আমি আর আমার ভাই গিয়েছিলাম হসপিটালে টুনকু-কে আনতে । অবশ্য পরশুদিনই ডক্টর বলেছিলেন যে টুনকুর সব টেস্ট রিপোর্ট নরমাল তাই পরেরদিন রিলিজ করা হবে । গাড়িতে উঠে টুনকু প্রথমে ঘুমিয়ে পড়েছিল । এরপরে বৃষ্টি নামলে ঘুম ভেঙে উঠে সে কী কান্না । খিদে পেয়ে গিয়েছে তার ।
হসপিটাল থেকে আমাদের বাড়ি ২০ -২২ মিনিটের পথ মোটে, কিন্তু সেদিন প্রত্যেকটা সিগন্যালে গাড়ি থামার কারণে পৌঁছতে পৌঁছতে আমাদের ৪০-৪৫ মিনিট লেগে গেলো । বাড়ি পৌঁছেই দেখি স্বাগতা, আমার মা সহ বাড়ির সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে টুনকুর জন্য ।
টুনকুর গৃহপ্রবেশ উপলক্ষে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । স্বাগতা খুব সুন্দর করে সাজিয়েছিল ফুল দিয়ে । এছাড়াও ছোট্ট একটা কেকও এনেছিল । বরণকুলো দিয়ে, কপালে দইয়ের ফোঁটা কেটে, ধান-দূর্বা আর প্রদীপ জ্বেলে টুনকুকে আশীর্বাদ করে গৃহপ্রবেশ করানো হলো ।
এরপরে টুনকুর সামনে টুনকুর দাদা টিনটিন বাবু কেক কাটলেন । সবাই হাততালি দিয়ে স্বাগত জানালো টুনকুকে । আর টুনকু তারস্বরে কেঁদে তার খিদের কথা আবারো জানান দিলো সবাইকে । দ্রুত টুনকুর ঘরে ঢুকে টুনকুর দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হলো ।
আর এভাবেই টুনকু তার নিজের বাড়িতে এলো । বাড়ির ছোট কর্তার নিজ গৃহপ্রবেশ ।