"আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে গেস্ট ব্লগার (Guest Blogger) নেওয়ার নিয়মাবলী [আপডেটেড]


"আমার বাংলা ব্লগ" কমিউনিটি হলো স্টিমিটের একমাত্র ক্লোজড [CLOSED] কমিউনিটি । এখানে নিউ মেম্বার নেওয়া হয় নির্দিষ্ট কিছু রুলস ফলো করে এবং নতুন মেম্বার নেওয়ার লিমিট মাসে মাত্র ৫-১০ জন । স্টিমিট-কে বাংলা ভাষাভাষীদের কাছে জনপ্রিয় করে তুলতে এবার থেকে "আমার বাংলা ব্লগে" গেস্ট ব্লগার নেওয়া হবে এবং তাঁদের পোস্ট কিউরশনেও পাঠানো হবে । ইতোপূর্বে Guest Blogger নেওয়ার চল থাকলেও তাঁদের পোস্টগুলো "আমার বাংলা ব্লগ"-এর কিউরেশন চ্যানেলে নমিনেট করা হতো না । এখন থেকে এই নিয়ম চেঞ্জ করে গেস্ট ব্লগারদের কোয়ালিটিফুল পোস্টগুলো যাতে "আমার বাংলা ব্লগ"-এর কিউরেশন চ্যানেলে নমিনেট করা হয় সেই ব্যবস্থা করা হলো ।

এখন থেকে কমিউনিটি-তে দু'ক্যাটেগরিতে নিউ ইউজার নেওয়া হবে -

০১. জেনারেল ব্লগার
০২. গেস্ট ব্লগার

দু'শ্রেণীর ইউজাররাই কমিউনিটি থেকে কিউরেশন সাপোর্ট পাবেন । নিচে গেস্ট ব্লগার হওয়ার নিয়ম কানুন তুলে ধরা হলো -


গেস্ট ব্লগার হওয়ার রুলস


=> আপনাকে অবশ্যই বাংলা ভাষাভাষী হতে হবে ।

=> একদম শুরুতেই "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে সাবস্ক্রাইব করে @bangla.witness কে উইটনেস ভোট দিয়ে অথবা, @rme একাউন্টকে আপনার উইটনেস প্রক্সি সেট করে আপনার যাত্রা শুরু করুন । পড়ুন আমার বাংলা ব্লগ টিউটোরিয়াল || Witness Vote কিভাবে দিবেন?

=> আমাদের ডিসকোর্ড চ্যানেলে জয়েন করুন ও আপনার স্টিমিট আইডিটি ডিসকোর্ড-এ লিংকাপ করে নিন । পড়ুন নিউ মেম্বারদের কি ভাবে স্টিমিট লিংকআপ করতে হবে !! আমার বাংলা ব্লগ টিউটোরিয়াল

=> আপনাকে শুরুতেই একটি ভেরিফিকেশন পোস্ট করার মাধ্যমে একাউন্টটি ভেরিফাই করে নিতে হবে । স্টিমিট প্লাটফর্মের অন্য কোথাও আগে ভেরিফাইড হলে আমাদের ডিসকোর্ড চ্যানেলে সেই পোস্টের লিংক উল্লেখ করে একটা সাপোর্ট টিকেট ওপেন করতে হবে । তারপরে আপনার পুরোনো ভেরিফিকেশন পোস্টটি রিভিউ করে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার পুনরায় ভেরিফিকেশন পোস্ট করা লাগবে কি না । তবে, আপনি নিউ ভেরিফিকেশন পোস্ট করার মাধ্যমে সব ধরণের জটিলতা স্কিপ করতে পারবেন । পড়ুন "আমার বাংলা ব্লগে" ভেরিফিকেশন পোস্ট করার কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী

=> কমিউনিটিতে ন্যূনতম কোনো এনগেজমেন্ট রাখার বাধ্যবাধকতা নেই । তবে, অন্যের পোস্টে কমেন্ট করার মাধ্যমে আপনি কমিউনিটিতে কিছু অবদান রাখতে পারেন, তবে সব কিছুই আপনার ইচ্ছার উপর নির্ভর করছে ব্যাপারটা ।

=> কমিউনিটিতে এক্টিভ/ইনাক্টিভের অবশ্য পালনীয় যে রুলটা আছে সেটা আপনাকে মেনে চলার কোনও দরকার নেই ।

=> "আমার বাংলা ব্লগ"-এর একমাত্র ভেরিফায়েড ব্লগার ছাড়া আর কেউই গ্যারান্টেড সাপোর্ট পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন না । এই কারণে, আপনি একজন গেস্ট ব্লগার হিসেবে কখনোই গ্যারান্টেড সাপোর্ট আশা করতে পারেন না । তবে, আপনার পোস্টটি হাই কোয়ালিটি হলে আপনি মিনিমাম $২ আর ম্যাক্সিমাম $২৫ এর ভোট পেতে পারেন আপনার পোস্টে ।

=> আপনার পোস্টটি কমিউনিটির কোনো অ্যাডমিন কর্তৃক নমিনেটেড না হলে আপনি আপনার পোস্টে কোনোক্রমেই সাপোর্ট পাবেন না ।

=> একজন গেস্ট ব্লগার হিসেবে চাইলে আপনি ABB School এর ক্লাস করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনাকে নিয়ম মেনে পোস্ট বেনিফিশিয়ারি হিসেবে @shy-fox এবং @abb-school -কে যথাক্রমে ১০% ও ৫% দিতে হবে । এ ক্ষেত্রে অবশ্য আপনি একজন ABB School এর student হিসাবে কমুনিটির রুলস অনুযায়ী গ্যারান্টেড কিছু সাপোর্ট পাবেন যতদিন না আপনি লেভেল ৫ পাশ করে যাচ্ছেন ।

=> একজন গেস্ট ব্লগার হিসেবে আপনাকে কমিউনিটির বেনিফিশিয়ারি রুলস মানার কোনো বাধ্যবাধকতা নেই । অর্থাৎ, আপনাকে গেস্ট ব্লগার হিসেবে আপনার পোস্টে বেনিফিশিয়ারি হিসেবে @shy-fox -কে ১০% দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই ।

=> যেহেতু আপনি কমুনিটির একজন গেস্ট ব্লগার তাই কমিউনিটিতে কাউকে রেফার করলে তিনি শুধুমাত্র কমিউনিটির একজন গেস্ট ব্লগার হিসেবেই জয়েন করতে পারবেন ।

=> গেস্ট ব্লগার হিসেবে আপনি কমিউনিটি থেকে ফ্রী ডেলিগেশন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না । তবে, চাইলে আপনি কমুনিটির "ফ্রি স্টিমিট একাউন্ট রেজিস্টার" সার্ভিসটি ইউজ করে নতুন স্টিমিট একাউন্ট বিনামূল্যে খুলতে পারবেন ।

=> গেস্ট ব্লগার হিসেবে আপনাকে কমিউনিটির "পিটুপি এক্সচেঞ্জ" সংক্রান্ত নিয়মাবলী অবশ্য মেনে চলতে হবে ।

=> আপনি যদি ডেইলি গ্যারান্টেড সাপোর্ট পেতে চান তবে @abb-curation -এ আপনাকে মিনিমাম ৩০০ স্টিম ডেলিগেশন করতে হবে । এই ধাপটি অবশ্য পালনীয় যদি আপনি ডেইলি কিউরেশন সাপোর্ট পেতে চান কমিউনিটি থেকে । ডেলিগেশন সংক্রান্ত সাহায্য পেতে আমাদের ডিসকোর্ড চ্যানেলে সাপোর্ট টিকিট কেটে অ্যাডমিন/মডারেটরদের কাছ থেকে হেল্প নিতে পারেন । তবে, মনে রাখবেন @abb-curation -এ ডেলিগেশন কিন্তু not mandatory ।

=> ব্লগিং শুরু করুন তবে অবশ্যই কমিউনিটির বেসিক রুলস এবং প্রাইভেসী পলিসি ফলো করে । পড়ুন "আমার বাংলা ব্লগ" এর নিয়মাবলীর সর্বশেষ আপডেট এবং "আমার বাংলা ব্লগ" এর Privacy Policy-র সর্বশেষ আপডেট


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««