স্টিমিট কমিউনিটিতে সক্রিয় থাকবেন যেভাবে তার কিছু টিপস

স্টিমিট কমিউনিটি গুলোতে সক্রিয় থাকাটা খুবই জরুরি । কারণ, স্টিমিট কমুনিটিগুলোতে শুধুমাত্র ভালো কোয়ালিটির পোস্ট লিখলেই হয় না, সেই সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম চলা লাগে, তা না হলে স্টিমিট ব্লগিংয়ে সফল হওয়া এক কথায় অসম্ভব । তো চলুন জেনে নেওয়া যাক টিপসগুলো :
╰┈➤স্টিমিট প্লাটফর্মের প্রতিটা কমিউনিটিতে আপনি ইচ্ছে করলেই পোস্ট করতে পারেন, তবে মনে রাখবেন শুধুমাত্র ট্রেন্ডিং কমুনিটিগুলোতে পোস্ট করলে আপনার পোস্ট curation এ যাওয়ার সম্ভাবনা সব চাইতে বেশি ।
╰┈➤কোনো কমিউনিটিতে আর্টিকেল লেখার পূর্বে আপনার পরিচিতিমূলক একটা পোস্ট লেখা অবশ্য কর্তব্য ।
╰┈➤প্রত্যেক কমিউনিটির কিছু রুলস থাকে, সেগুলো অবশ্য পালনীয় । আপনি সব সময় কমিউনিটির রুলস গুলো ভালোভাবে ফলো করে চলবেন ।
╰┈➤কমিউনিটিতে আপনার কাজ শুধুমাত্র নিজের পোস্টটা করা নয় । এটা মাথায় রাখবেন যে এটা একটা কমিউনিটি, আর তাই কমিউনিটিতে আপনার এনগেজমেন্ট বৃদ্ধি করাটা একান্ত জরুরি । এই এনগেজমেন্ট জিনিস তা কি ?
এনগেজমেন্ট হলো কমিউনিটিতে আপনি নিজের পোস্ট করার পাশাপাশি অন্যদের পোস্ট পড়বেন, ভালো লাগলে কমেন্ট করবেন, আপনার নিজের পোস্টের অন্যদের কমেন্টের সঠিক রিপ্লাই দেবেন, অন্য কারো পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করতে চাইলে রি-ব্লগ করবেন এবং সর্বোপরি আপভোট প্রদান করবেন।
আপনি কমিউনিটির অন্যান্য সদস্যদের সাথে ইন্টারঅ্যাকশন বৃদ্ধির জন্য নিয়মিত তাদের পোস্টে কমেন্ট এর মাধ্যমে কথা বলতে পারেন এবং সেই সাথে কমিউনিটির ডিস্কোর্ড সার্ভারে অন্য সদস্যদের সাথে চ্যাটও করতে পারেন ।
আর একটা কথা, স্টিমিট প্লাটফর্মের প্রাণ হলো এর আপভোটিং সিস্টেম । তাই, আপনি শুধুমাত্র নিজের পোস্টে আপভোট প্রত্যাশী না হয়ে অন্যদের পোস্টে নিয়মিত আপভোট প্রদান মাস্ট করবেন । আপনার আপভোটের মূল্য এক জন যে কোনো ব্লগারের কাছে অপরিসীম । মনে রাখবেন একটা আপভোট = "আমি আপনার পোস্টটি লাইক করেছি" । এই কম্প্লিমেন্টটা যে কোনো ব্লগারের কাছে বিশাল একটা ব্যাপার ।
ফেইসবুক, টুইটার, ইনস্টাগ্রামে যেমন কোনো পোস্টে লাইক বা কমেন্ট না করলে সেটাকে জিরো এনগেজমেন্ট ধরা হয়, স্টিমিটেও ঠিক তেমনটাই ।
জিরো এনগেজমেন্ট থাকলে সেই ব্লগার যত ভালো কোয়ালিটিফুল পোস্টই করুক না কেনো আমার মতো যে কোনো কিউরেটর এর কাছে তার কোনো মূল্য নেই । তা সেই ব্লগার কোনো কমিউনিটির অ্যাডমিন/মডারেটর, স্টিমিট প্লাটফর্মের উইটনেস/স্টিম রিপ্রেজেন্টিটিভ অথবা সাধারণ ব্লগার হোক না কেন, আমার কাছে তার কোনো মূল্যই নেই ।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)
তারিখ : ২২ ডিসেম্বর ২০২৩
টাস্ক ৪৫০ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 0dd4628b94efb1600096783cd85debebfb451e86933578ee0f9b476fa294b049
টাস্ক ৪৫০ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR

