খুব শীঘ্রই আমাদের PussFi Mastercard আসতে চলেছে

2.png


PussFi প্রজেক্টের Crypto Audit করানোর পর পরই আমরা নিজেদের প্রজেক্টের ক্রিপ্টো ডেবিট কার্ডের জন্য অনুমোদন পেতে যাচ্ছি । সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি আমাদের নিজস্ব PussFi ডেবিট কার্ড আসতে চলেছে । একটি মাল্টিন্যাশনাল crypto & financial কোম্পানির সাথে PussFi চুক্তিবদ্ধ হতে চলেছে ।

চুক্তি সম্পূর্ণ হলে এবং কমপ্লায়েন্স সম্পূর্ণ করার পরে আমরা নিজেদের প্রজেক্টের ডেবিট কার্ড বাজারে ছাড়তে পারবো । এই ডেবিট কার্ডের নাম হবে PussFi Debit Card । কার্ড কোম্পানি Mastercard । প্রোভাইডার Mobilum ।

KYC কমপ্লিট করার পরে আপনারা দু ' ধরণের কার্ড অর্ডার করতে পারবেন । একটা ভার্চুয়াল, আরেকটা ফিজিক্যাল । দুই ধরণের কার্ড-ই আপনারা $PUSS দিয়ে top-up করতে পারবেন । এই সকল কার্ড হলো international mastercard । অনলাইনে শপিং করা থেকে বাস্তব জীবনে শপিং করতে পারবেন, এবং একই সাথে কার্ডটি যে কোনো ATM মেশিনে ইউজ করে $PUSS কে আপনার লোকাল কারেন্সিতে উইথড্র করতে পারবেন ।

আমি আজ তিনটি ডিজাইন করেছি । আপনাদের ভালো লেগে থাকলে এই ডিজাইনই PussFi কার্ডে apply করা হবে ।

নিচে ডিজাইন তিনটি দেওয়া হলো -


Screenshot 2025-01-06 160644-modified.png

3-modified.png

2.png


কেমন লাগলো জানাবেন কিন্তু ।