STEEM DAO RESERVE FUND প্রপোজাল approve করুন
আপনারা সকলেই জানেন যে আমরা প্রতিনিয়ত এই প্লাটফর্মের জন্য কাজ করে যাচ্ছি। তো এই প্লাটফর্মের বড় একটি মাথাব্যথা ছিলো এতোদিন DAO প্রপোজাল পাশ করানো। কারণ রিটার্ন প্রপোজালকে ক্রস না করতে পারলে এতোদিন প্রপোজাল পাশ করানো সম্ভব হতো না।যে কারণে অনেক ডেভলপাররাই চাইলেও কোনো ডেভেলপমেন্ট করতে পারতো না ফান্ডের অভাবে। কিন্তু আমাদের এই DAO প্রপোজাল এর জন্য এখন ওই ব্যাপারটি অনেকটাই সহজ হয়ে গিয়েছে। তাই যারা এখনো আমাদের প্রপোজাল এ ভোট দেননি আপনারা ভোট দেবেন , এমনটাই আশা করছি ।
যদিও অনেকেই ভোট দিয়েছেন ইতিমধ্যে এবং আমিও গতকাল হ্যাংআউটে এ বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছি। তবে আমি তাও একেবারে সংক্ষিপ্তভাবে যদি এই প্রপোজাল সম্পর্কে বলতে চাই। অর্থাৎ এই প্রপোজাল আনার কারণ। সেটা হলো ,এখন থেকে যারা স্টিমিট প্ল্যাটফর্ম এর জন্য কাজ করতে চাইবে তারা আমাদের প্রপোজাল এই পাশ করা ফান্ড থেকেই রেওয়ার্ড নিতে পারবে এবং সে ফান্ড পাওয়ার মাধ্যমে যার যতোটুকু কাজ তা সে ততোটুকু করতে পারবে ।আগের মতোন অনেক বেশি পরিমাণ এর ভোট কিংবা অনেক বেশি এসপি এর ভোট এর মাধ্যমে প্রপোজাল পাশ করানোর ঝামেলা নেই।
প্রত্যেকটা আলাদা আলাদা স্টিমিট প্রপোজাল পাস করানো বিশাল ঝামেলার কাজ, কারণ প্রত্যেকবার campaign চালু করে সবার সমর্থনের আশা করলেও খুব একটা বেশি সমর্থন পাওয়া সম্ভবপর হয় না । এই কারণেই ইতিপূর্বে খুব বেশি প্রপোজাল পাস করানো যায়নি । ২০২০ - ২০২৫ এই পাঁচ বছরে মোটে একটা প্রপোজাল পাস করানো গিয়েছে ।
স্টিমিটের একটা বড় অংশ প্রপোজাল সাপোর্ট করলেও তাদের সম্মিলিত ভোট ভ্যালু রিটার্ন প্রপোজাল এর টোটাল ভোট ভ্যালুর অর্ধেকও হয় না । অথচ রিটার্ন প্রপোজালকে cross করতে না পারলে প্রপোজাল পাস হবে না । এই জন্য কোনো প্রপোজাল পাসও হয় না , আর স্টিমিটের কোনো ডেভেলপমেন্টও হয় না ।
এই প্রব্লেমটা সল্ভের জন্যই "STEEM DAO RESERVE FUND প্রপোজাল" । মাত্র একটিবার আমরা সমগ্র স্টিমিটে ব্যাপক প্রচারণা করে নিজেদের সম্মিলিত শক্তি কাজে লাগিয়ে এই প্রপোজালটা একবার পাশ করাতে পারলে আগামী ১০ বছরের জন্য একদম নিশ্চিন্ত । যে সকল স্টিমিট প্রপোজাল ভালো কিন্তু পাস করতে পারবে না তাদের প্রজেক্টের ফান্ডিং হবে আমাদের এই DAO Reserve থেকে । এভাবেই , একমাত্র বর্তমান সমস্যার সমাধান সম্ভব ।
STEEM DAO থেকে ফান্ডিং এর পাশাপাশি আমরা বিভিন্ন crowdfunding এর মাধ্যমেও STEEM DAO RESERVE FUND এ SBD জমা করতে পারবো ।
এখন আপনাদের সাথে Proposal এর সংক্ষিপ্ত বিবরণি শেয়ার করি,
আমাদের প্রপোজাল পোস্ট লিংক : https://steemit.com/proposal/@dao.reserve/proposal-for-steem-dao-reserve-fund
আমাদের প্রপোজালকে সমর্থনের জন্য প্রথমে আপনার steemit wallet -এ লগইন করুন : https://steemitwallet.com
এরপরে , এই পেজে যান : https://steemitwallet.com/proposals
এরপরে ওই পেজে "Proposal for STEEM DAO Reserve Fund" নামের প্রোপোজালের বাম পাশের আপভোট সিম্বলে ক্লিক করুন -
বর্তমানে, Steemit প্ল্যাটফর্মটি খুবই নাজুক অবস্থায় রয়েছে।ডেভলপমেন্ট এর অভাবে ইউজারদের আর attract করানো যাচ্ছে না। এই পরিস্থিতিতে নতুন Dapps, BlockChain Game, DeFi প্রজেক্টগুলো এই প্ল্যাটফর্মে আনা অত্যন্ত প্রয়োজনীয়। অন্যথায় আমরা Hive-এর সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বো ।
Steemit ইকোসিস্টেমে আমরা যদি DeFi, Blockchain Game এবং dApps আনি তবে প্ল্যাটফর্মে ইউজার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। কারণ, নতুন ইউজাররা এট্রাক্ট হবে এবং এতে STEEM টোকেনের দাম বৃদ্ধি পেতে পারে।
ব্লকচেইন-ভিত্তিক গেমসগুলো ইউজারদের আরো বেশি এট্রাক্ট করবে, যেখানে Play-to-Earn (P2E) মডেল এ গেমাররা STEEM টোকেন বা ইন-গেম অ্যাসেট আর্ন করতে পারবেন। এতে খুব সহজেই গেমার ও ডেভেলপারদের আকৃষ্ট করা সম্ভব হবে।এতে ব্লকচেইন একটিভিটি বাড়বে, STEEM-এর দীর্ঘমেয়াদী হোল্ডিং বাড়বে এবং তা এর প্রাইসে ইতিবাচকভাবে প্রভাব ফেলবে।
Steemit প্ল্যাটফর্মে (dApps) চালু হলে NFT Marketplace, কনটেন্ট মনিটাইজেশন টুল ও Social dApps এর ব্যবহার বৃদ্ধি পাবে। এতেও ইউজার আকৃষ্ট হবে অনেক বেশি।
যেহেতু ইউজার বৃদ্ধি পাবে ,ডেভেলপমেন্ট বৃদ্ধি পাবে এবং ইনভেস্টর আকৃষ্ট হবে। সে ক্ষেত্রে Steem এর প্রাইস ও বৃদ্ধি পাওয়া সম্ভাবনা অনেক বেশি থাকবে।অর্থাৎ সর্বপরি স্টিমিট ইকোসিস্টেমে পজেটিভ ইমপ্যাক্ট পড়বে ।
তবে ,এই ফান্ড থেকে ফান্ডিং পাওয়ার জন্য কিছু নিয়ম অনুসরণ করতে হবে।নিয়মসমূহ হলো -
প্রপোজাল ক্রিয়েট করা ইউজারকে অবশ্যই ৬০+ রেপুটেশন সম্পন্ন একজন পরিচিত Steemit ডেভেলপার বা কন্ট্রিবিউটরের হতে হবে এবং প্রথম ৩০ জন উইটনেস এর মধ্যে কমপক্ষে ১৬ জনের আপভোট থাকতে হবে। সে সাথে কোনো Steemit প্রপোজালকে তখনই বৈধ হিসেবে গণ্য করা হবে যখন প্রপোজালটি New Return porposal কে ক্রস করবে। ফান্ডের দৈনিক সর্বোচ্চ সীমা 100 SBD নির্ধারণ করা হয়েছে। কাজ চলাকালীন DAO Reserve Fund এর ফান্ড অন্য কোনো অ্যাকাউন্টে স্থানান্তর করা যাবে না বা কাউকে লোন বা STEEM ডেলিগেট করা যাবে না।
এখন আসি নিরাপত্তার বিষয়ে। কারণ এতো বড় এমাউন্টের নিরাপত্তা হতে হবে অত্যন্ত বেশি। এ বিষয়ে আমার প্রস্তাব হলো -
বর্তমানে Steem DAO Reserve Fund ওয়ালেট multisig নয়,যা দ্রুত করা উচিত। নিরাপত্তা বাড়াতে এই ওয়ালেটটি multisig করা ও নিয়মিত পর্যবেক্ষণ ও অডিট করতে হবে। এছাড়া, ওয়ালেটের রিকভারি অ্যাকাউন্ট একজন পরিচিত ও বিশ্বস্ত Steemit User এর একাউন্ট সেট করা উচিত বলে আমি মনে করি।
কোনো প্রশ্ন, মতামত বা অভিযোগ থাকলে এই পোস্ট এ কমেন্ট করুন।সকলকে ধন্যবাদ! আমার মূল প্রস্তাব হলো,চলুন Steemit-কে আরও শক্তিশালী করি।
এই Dao Proposal এর বাজেট হলো - 300 SBD Daily.
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
$PUSS Account QR Code
VOTE @bangla.witness as witness
OR

