কোরিয়ান এক্সচেঞ্জ বাইনান্সের অন্ধকার দিক


image source : cionews


গতকাল সন্ধ্যায় বেশ বড় একটা ভুল করেছিলাম । আমার Binance একাউন্টে steem পাঠাতে গিয়ে ভুলে SBD পাঠিয়েছিলাম । একটা কারণে মন বিক্ষিপ্ত থাকার কারণে এই ভুলটা করে ফেলেছিলাম । তবে বাইনান্সে আমার সঠিক স্টিম ডিপোজিট এড্ড্রেসে SBD পাঠিয়েছিলাম সঠিক মেমো ইউজ করে । এরপরে যখন ভুলটা ধরতে সক্ষম হই তখন আর করার কিছুই ছিল না আক্ষরিক অর্থে ।

তবে, যেহেতু অতীতে Bittrex, Poloniex এবং Huobi তে এই ধরণের ভুল করে আমার SBD রিফান্ড পেয়েছিলাম তাই এবারো আশা ছিল যে Binance এর সাপোর্ট সেন্টারে কন্ট্যাক্ট করে SBD রিফান্ড পাবো । তবে, আমার সেই আশায় জল ঢাললো Binance ।

এই দেখুন আমার SBD ট্রন্সফার হয়েছে Binance এর hot ওয়ালেট এ -

Screenshot 2024-03-09 154655.png

এমাউন্ট ছিল বেশ বড় । ১৪৬৯ SBD । তার মানে প্রায় $৭,৬০০ ডলার । ট্রান্সাকশন আইডি : fa330a74d56cdd6a094f649a3341ae2f033d2626

এরপরে binance এর সাপোর্ট সেন্টারে যোগাযোগ করে একটা এপ্লিকেশন দিলাম unlisted coin deposit রিকভারির জন্য । বাইনান্স ঠিকই ফান্ডটা লোকেট করতে পারলো , বাট, তারা জানালো যে তাঁদের binance এর ওয়ালেটে SBD এক্সেস করতে পারবে না । কথাটি আসলে একদম ডাহা মিথ্যে কথা । স্টিমিট ওয়ালেট STEEM এবং SBD দুটো টোকেনই একই সাথে accessible । একটা টোকেন এক্সেস করতে পারলে অন্যটা না পারার কথা নয়। দুটো টোকেনরই ওয়ালেট একই এবং ওয়ালেটের প্রাইভেট কী-ও একই ।

তাই, Binance টিমের পক্ষ থেকে এই ভাষণ মিথ্যা ভাষণেরই সামিল । তাদের হট ওয়ালেটে আমার SBD এখনো বিদ্যমান ।

Screenshot 2024-03-09 155636.png

Binance থেকে তাই সাবধান । আপনি অন্য কোনো এক্সচেঞ্জে এমন ঘটনা ঘটলে আপনার ফান্ড ঠিকই ফেরত পেতেন । কিন্তু, বাইনান্স থেকে পাওয়ার কোনো আশাই নেই । তারা সিম্পলি illegally আপনার টাকা মেরে দেবে ।

তাই, আবারো বলছি Binance থেকে সাবধান ।


Binance এর স্ক্যাম এর কারণে আমার প্রায় ১৪৭০ SBD লস হয়েছে । এটা আর রিকোভার করার আশা নেই । তাই অন্যভাবে এটা রিকভার করতে চাচ্ছি । আর এই জন্য @sbd-recovery নামে অন্য একটা স্টিমিট আইডি খুলেছি । এই আইডি থেকে ডেইলি একটা করে শর্ট পোস্ট করে যাবো টানা ১০০ দিন । আশা করছি, তাহলেই আমার ১৪৭০ SBD রিকভার হয়ে যাবে । ভবিষ্যতে, "আমার বাংলা ব্লগ" এর অ্যাডমিন/মডারেটর বা কোনো ভেরিফাইড ব্লগারের আমার মতো যদি কখনো সেইম কারণে SBD লস্ট হয়ে থাকে তবে এই স্টিমিট এর এই আইডিতে পোস্ট করার মাধ্যমে সেটি পুনরুদ্ধার করতে সক্ষম হতে পারবেন । তবে, কিছু নিয়ম কানুন মেনে চলার সাপেক্ষে এটা পারবেন -

০১. এই আইডিতে পোস্ট করার মাধ্যমে একদিনে সর্বোচ্চ দু'টি পোস্ট এবং সর্বোচ্চ ২০ SBD আর্ন করা সম্ভবপর ।

০২. এবং একটানা একজন ব্যক্তি সর্বোচ্চ ১০০ দিন পোস্ট করতে পারবেন । এর বেশি কখনো নয় ।

০৩. একজন ব্যক্তির রিকোভারি চলাকালীন অন্যজন ব্যক্তি কখনোই পোস্ট করতে পারবেন না । তাঁকে চলমান রিকোভারি প্রসেস শেষ না হওয়া অব্দি wait করতে হবে ।

০৪. একজন ব্যক্তির SBD রিকভারির উর্ধসীমা : ২,০০০ SBD ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ০৯ মার্চ ২০২৪

টাস্ক ৫২২ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 65169049b88604da330b528f5590990a219c3122c75c0e73e0d0add4793e989a

টাস্ক ৫২২ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««