জবা ফুলের ফটোগ্রাফি

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট আমি শেয়ার করব। আজকে আমি তোমাদের সাথে একটি জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। আজকের এই জবা ফুলটি একটু অন্য রকমের। আমাদের ছাদে অসংখ্য জবা ফুলের গাছ রয়েছে। এই ফুলগুলো দিয়ে আমাদের পূজোর কাজ করা হয়ে থাকে। এইজন্যে আমাদের ছাদে প্রায় অনেক ধরনের জবা ফুলের গাছ রয়েছে। তবে আজকের জবা ফুলটি একটু অন্য রকমের। আজকের এই জবা ফুলের ফটোগ্রাফিটি আমি আমার এক বন্ধুর বাড়ির উঠোন থেকে করেছি।গত পরশু আমি আমার এক বন্ধুর বাড়িতে গেছিলাম। তাদের বাড়ির উঠোনে আমি এই জবা ফুল গাছটি দেখতে পাই।জবা ফুলটি আকারে অনেক ছোট। তবে দেখতে অনেক সুন্দর লাগছিল। আমার বন্ধু বলছিল এই ফুলটি নাকি এর থেকে বেশি ফোঁটে না। অন্যান্য জবা ফুলের মত এই জবা ফুলটি ও পঞ্চমুখ বিশিষ্ট তরে এটি এমন জবা ফুলের কুঁড়ির মতই ফুটে এর বেশি নয়।জবা ফুল গাছটিতে খুব বেশি ফুল ছিল না।আর গাছটি খুব বেশি বড় ছিলো না। আমার বন্ধু বলছিল গাছটি নাকি খুব বেশি দিন লাগানোর হয় নি। জবা ফুল যে শুধু আমাদের পূজোর কাজে ব্যবহার করা হয় তা না।এই জবা ফুলের অনেক ঔষধি গুণাগুণ ও উপকারিতা রয়েছে।জবা ফুলের মধ্যে এই কালারের জবা ফুল ও লাল কালারের জবা ফুল। এই দুটি ফুল আমার সবথেকে বেশি ভালো লাগে। যাইহোক, আমার আজকের শেয়ার করা এই জবা ফুলের ফটোগ্রাফি গুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে আমার আজকের শেয়ার করা এই জবা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250317_160558.jpg

IMG_20250317_160527.jpg

IMG_20250317_160555.jpg

IMG_20250317_160529.jpg

IMG_20250317_160540.jpg

IMG_20250317_160538.jpg

IMG_20250317_160535.jpg

IMG_20250317_160551.jpg


🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png