কার্ড বোর্ড দিয়ে তৈরি একটি মেয়ের নৃত্য করার দৃশ্য || আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা -৩২
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি। |
---|
প্রয়োজনীয় উপকরণ:
● কার্ড বোর্ড
● কাঁচি
● আঠা
● একটি হালকা গোলাপি কালারের মাস্ক
● অনেকটা মাস্ক এর মত ফেব্রিক যুক্ত দুটি ভিন্ন কালারের ব্যাগ।
● পোস্টার রঙ
● তুলি
● কালো মার্কার পেন
প্রথম ধাপ
প্রথমে একটি কার্ড বোর্ড এর উপর কালো মার্কার পেনের সাহায্যে একটি মেয়ে নৃত্য করছে এমন দৃশ্যের চিত্রাঙ্কন করে নিলাম।
![]() | ![]() |
---|
দ্বিতীয় ধাপ
কাঁচির সাহায্যে প্রথম ধাপে করা চিত্রাংকনের অংশটুকু সুন্দর করে কেটে নিলাম।
তৃতীয় ধাপ
মাস্ক ও মাস্ক এর মত ফেব্রিক যুক্ত ব্যাগ দুটিকে প্রথমে ছোট ছোট চারকোনা করে কেটে নিলাম এবং পরে সেগুলোকে অনেকটা গোল গোল করে কেটে নিলাম।
![]() | ![]() |
---|
চতুর্থ ধাপ
চিত্রের মত করে ফেব্রিক গুলোতে আঠা লাগিয়ে ফুলের পাপড়ির মত করে নিলাম।
![]() | ![]() |
---|
পঞ্চম ধাপ
দ্বিতীয় ধাপে করে রাখা কার্ড বোর্ডের অংশটুকুতে কালো পোস্টার রং করে দিলাম।
![]() | ![]() |
---|
ষষ্ঠ ধাপ
কার্ড বোর্ড দিয়ে তৈরি করা মেয়েটির শরীরের উপরের অংশে একটি সাদা ফেব্রিক লাগিয়ে দিলাম আঠার সাহায্যে এবং সেই কার্ড বোর্ডটির রং শুকানোর জন্য কিছু সময় রেখে দিলাম।
![]() | ![]() |
---|
সপ্তম ধাপ
চতুর্থ ধাপে যে ফেব্রিক গুলোকে ফুলের পাপড়ির মতো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে কেটে রাখা কার্ড বোর্ডের বিভিন্ন অংশে সুন্দর করে লাগিয়ে দিলাম। ফেব্রিক গুলো লাগানোর পর কার্ড বোর্ড দিয়ে তৈরি করা একটি মেয়ের নৃত্য করার দৃশ্যটি খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এবার নৃত্য করা মেয়েটির হাতে, গলায় এবং চুলের খোঁপায় কিছুটা সাদা রঙ এর শেড টেনে দিলাম । এভাবেই আমার আজকে কার্ড বোর্ড দিয়ে তৈরি করা একটি মেয়ের নৃত্য করার দৃশ্য সম্পন্ন হল।
![]() | ![]() |
---|
পোস্ট বিবরণ
শ্রেণী | কার্ড বোর্ড দিয়ে ডাই প্রজেক্ট |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত , ওয়েস্ট বেঙ্গল। |