কার্ড বোর্ড দিয়ে তৈরি একটি মেয়ের নৃত্য করার দৃশ্য || আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা -৩২

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।
আমার আজকের ব্লগে প্রথমে সবাইকে স্বাগতম জানাই । আজকের ব্লগে আমি আমাদের কমিউনিটি "আমার বাংলা ব্লগ" আয়োজিত ৩২ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। এই প্রতিযোগিতায় আমি কার্ড বোর্ড দিয়ে ডাই প্রজেক্ট করে দেখাবো। শক্ত কার্ড বোর্ড ব্যবহার করে আগে কখনো এমন ডাই প্রজেক্ট করিনি। এই প্রথমবার কার্ড বোর্ড দিয়ে একটি মেয়ের নৃত্য করার দৃশ্য তৈরি করলাম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। সকাল থেকে অনেক কষ্ট হয়েছে এই কাজটি করতে গিয়ে। এই প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা শোনার পর থেকেই ভেবে নিয়েছিলাম যে করেই হোক এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করব। প্রথমে তো ভেবেই পাচ্ছিলাম না কার্ড বোর্ড দিয়ে কি তৈরি করব। পরে অনেক ভেবে এই ডাই টি তৈরি করেছি। আমাদের কমিউনিটির সকল এডমিন এবং মডারেটরদের অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

InShot_20230305_004932962.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● কার্ড বোর্ড
● কাঁচি
● আঠা
● একটি হালকা গোলাপি কালারের মাস্ক
● অনেকটা মাস্ক এর মত ফেব্রিক যুক্ত দুটি ভিন্ন কালারের ব্যাগ।
● পোস্টার রঙ
● তুলি
● কালো মার্কার পেন

InShot_20230305_005827925.jpg

প্রথম ধাপ

প্রথমে একটি কার্ড বোর্ড এর উপর কালো মার্কার পেনের সাহায্যে একটি মেয়ে নৃত্য করছে এমন দৃশ্যের চিত্রাঙ্কন করে নিলাম।

InShot_20230305_005448991.jpgInShot_20230305_005950304.jpg

দ্বিতীয় ধাপ

কাঁচির সাহায্যে প্রথম ধাপে করা চিত্রাংকনের অংশটুকু সুন্দর করে কেটে নিলাম।

InShot_20230305_013713997.jpg

তৃতীয় ধাপ

মাস্ক ও মাস্ক এর মত ফেব্রিক যুক্ত ব্যাগ দুটিকে প্রথমে ছোট ছোট চারকোনা করে কেটে নিলাম এবং পরে সেগুলোকে অনেকটা গোল গোল করে কেটে নিলাম।

InShot_20230305_010633228.jpgInShot_20230305_005721970.jpg

চতুর্থ ধাপ

চিত্রের মত করে ফেব্রিক গুলোতে আঠা লাগিয়ে ফুলের পাপড়ির মত করে নিলাম।

InShot_20230305_010402492.jpgInShot_20230305_005613946.jpg

পঞ্চম ধাপ

দ্বিতীয় ধাপে করে রাখা কার্ড বোর্ডের অংশটুকুতে কালো পোস্টার রং করে দিলাম।

InShot_20230305_010754243.jpgInShot_20230305_010503341.jpg

ষষ্ঠ ধাপ

কার্ড বোর্ড দিয়ে তৈরি করা মেয়েটির শরীরের উপরের অংশে একটি সাদা ফেব্রিক লাগিয়ে দিলাম আঠার সাহায্যে এবং সেই কার্ড বোর্ডটির রং শুকানোর জন্য কিছু সময় রেখে দিলাম।

InShot_20230305_010918066.jpgInShot_20230305_010146187.jpg

সপ্তম ধাপ

চতুর্থ ধাপে যে ফেব্রিক গুলোকে ফুলের পাপড়ির মতো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে কেটে রাখা কার্ড বোর্ডের বিভিন্ন অংশে সুন্দর করে লাগিয়ে দিলাম। ফেব্রিক গুলো লাগানোর পর কার্ড বোর্ড দিয়ে তৈরি করা একটি মেয়ের নৃত্য করার দৃশ্যটি খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এবার নৃত্য করা মেয়েটির হাতে, গলায় এবং চুলের খোঁপায় কিছুটা সাদা রঙ এর শেড টেনে দিলাম । এভাবেই আমার আজকে কার্ড বোর্ড দিয়ে তৈরি করা একটি মেয়ের নৃত্য করার দৃশ্য সম্পন্ন হল।

InShot_20230305_004932962.jpgInShot_20230305_011120225.jpg

InShot_20230305_011030980.jpg


পোস্ট বিবরণ


শ্রেণীকার্ড বোর্ড দিয়ে ডাই প্রজেক্ট
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত , ওয়েস্ট বেঙ্গল।

আজকের শেয়ার করা কার্ড বোর্ড দিয়ে করা ডাই প্রজেক্টটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে