টুইটার অব দ্যা উইক এর নিয়মাবলী | Rules for Twitter of the Week
আশা করি সবাই ভাল আছেন এবং সবার সময় ভালো যাচ্ছে এই প্রত্যাশাই করি। যেহেতু আমরা বিগত কিছুদিন থেকেই বলছিলাম যে, যারা প্রতিনিয়ত টুইটারে পোস্ট প্রমোশন করেন, তাদের জন্য আমাদের কমিউনিটির পক্ষ থেকে একটা বাড়তি সাপোর্টের ব্যবস্থা করা হবে।
ঠিক সেই ধারাবাহিকতা থেকেই, মূলত আজকের এই পোস্টটা করা। কেননা আমরা আগামী সপ্তাহ থেকেই, টুইটার অফ দ্যা উইক সিলেকশন করতে যাচ্ছি।
স্টিমিটের পোস্ট টুইটারে টুইট করার গুরুত্বঃ
গতানুগতিকভাবে আমরা সকলেই চেষ্টা করছি এই প্লাটফর্মের উন্নতি সাধনের জন্য। তাই এখানকার তথ্যগুলো আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছি। কেননা এই প্লাটফর্ম সম্পর্কে তথ্য অন্যরা যত বেশি জানবে, ততো বেশি এই প্লাটফর্মের প্রতি আগ্রহ সকলের বাড়বে। যা আমার আপনার সকলের জন্যই ভালো । টুইটার প্রমোশন এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
যেহেতু এখনো অনেকেই হয়তো টুইটারে অ্যাকাউন্ট খোলেন নি কিংবা অনেকেই হয়তো খুলে রেখেছেন তবে ঠিকমতো সেখানে একটিভ না কিংবা যারা রেগুলার সেখানে কাজ করছেন তাদেরও ঠিক একই কথা বলছি, মূলত কিভাবে টুইটারে পোস্ট প্রমোশন করতে হবে, সেটার একটা বেসিক ধারণা আমি দিয়ে দিচ্ছি।
টিউটোরিয়াল, কিভাবে টুইটারে পোস্ট প্রোমোশন করবেন।
উপরোক্ত লিংকটা যদি আপনারা ভালোভাবে পড়ে থাকেন, তাহলে হয়তো সহজেই বুঝতে পারবেন কিভাবে টুইটারে পোস্ট প্রমোশন করতে হবে। আশাকরি ব্যাপারটা আপনাদের বোধগম্য হয়েছে।
এখন যারা প্রতিনিয়ত টুইটারে পোস্ট প্রমোশন করছেন, তাদের আসলে কিছু দিক বিবেচনা করে, আমরা সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে নির্বাচিত করবো, টুইটার অফ দ্যা উইক এর জন্য।
টুইটার অব দ্যা উইক এর নিয়মাবলী
- সাতদিনে কমপক্ষে সাতটি টুইট থাকতে হবে।
- টুইটগুলো যথাযথভাবে করতে হবে।
- অন্যদের টুইট, রিটুইট এবং লাইক করতে হবে।
- সবচেয়ে বেশী যে টুইটারে একটিভ থাকবে, টুইটার অব দ্যা উইকের ক্ষেত্রে সে বেশী যোগ্য হিসেবে বিবেচিত হবে।
তাই সবাই চেষ্টা করুন, নিজের পোস্ট টুইটারে টুইট করে, এনগেজমেন্ট বৃদ্ধি করানোর জন্য, আর লুফে নিন, বাড়তি সাপোর্ট।
ধন্যবাদ সবাইকে
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR