বেস্ট এন্টারটেইনার এর মগ হাতে পেলাম 😍
হ্যাল্লো বন্ধুরা
|| ২৪ জুন,২০২৪ || রোজ- সোমবার ||
প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও পরিবারসহ বেশ ভালোই আছি। আজ আপনাদের সাথে একটি আবারো একটি নতুন পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আশা করবো আজকের পোষ্ট টি আপনাদের ভালো লাগবে।
যে কোন এচিভমেন্ট মানেই দারুণ বিষয়! সেখানে এচিভমেন্ট যদি হয় পরিবারের অগণিত মানুষের প্রাণভরা ভালোবাসা, তবে সেই এচিভমেন্ট এর অনুভূতি কি করে সঠিক ভাবে এক্সপ্রেস করতে হয়, সেটা বোধ হয় আমার জানা নেই। এই অনুভূতির সাথে আমারো প্রথম পরিচয়! বলছিলাম " আমার বাংলা ব্লগ " এর ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠানে যখন আমাকে "বেস্ট এন্টারটেইনার (কবিতা)" বিভাগের জন্য মনোনীত ঘোষণা করা হলো, সেই মুহূর্তটার কথা! কেউ বুঝেছেন কিনা জানি না, ঘোষণার পরে যখন আমি কথা বলছিলাম, আমার চোখ রীতিমতো ভিজে উঠেছিলো! অবশ্যই আনন্দে, ভালোবাসায় আপ্লুত হয়ে! ❤️❤️❤️
সেদিন ই এডমিন - মডারেটর দের পক্ষ থেকে জানানো হয়েছিল যে আমাদের ঠিকানা দিয়ে দিতে, ফিজিকাল একটি প্রাইজ পাঠানো হবে। সে অনুযায়ী ঠিকানা দিয়ে দেই। অবশেষে গতকাল হাতে পেয়ে যাই কাংক্ষিত সেই পার্সেল! বাসায় এনেই খুলতে ভয় পাচ্ছিলাম! যেহেতু কাচের জিনিস আছে ভেতরে, যদি দেখি ভেঙে গিয়েছে, তবে তো প্রচন্ড মন খারাপ হবে! কতক্ষণ মাথার ভেতর এমন ভয় ই কাজ করছিলো। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি হাতে এন্টিকাটার নিয়েই বসে ছিলাম! অবশেষে সব নেগেটিভ চিন্তা কে দূরে সরিয়ে খুলে দেখলাম মগ একদম ঠিকঠাক ই রয়েছে!! সেই মুহূর্তেও কি পরিমাণ খুশি যে লাগছিলো, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না! @moh.arif ভাই কে স্পেশালি ধন্যবাদ এত যত্ন করে পার্সেলটি পাঠানোর জন্য 😍 🙏। ভেতরে অবশ্য আরো একটা চকলেট ছিলো, যেটা ছবি তোলার আগেই মুখে চালান হয়ে গিয়েছে!
মগ আমার এমনিতেই ভীষণ পছন্দের একটি জিনিস। আমার কাছে এমন স্মৃতি বিজড়িত বেশ কয়েকটি মগ রয়েছে। সবগুলোই আমার হৃদয়ের খুব কাছের। খুব খুব যত্ন করে রাখা! সেই সাথে যুক্ত হলো আরো একটি নতুন সংযোজন! এটিও আমার হৃদয়ের খুব কাছের! কারণ এটি আমি পেয়েছিই এতজন মানুষের ভালোবাসার নিদর্শন হিসেবে! আপনাদের এই ভালোবাসার কতটুকু যোগ্য আমি, জানি না। তবে প্রথম থেকেই চেষ্টা করি, এখনো চেষ্টা করে যাবো কবিতার অনুভূতি যতটুকু আমি বুঝি, তার সবটুকু দিয়েই আপনাদের সামনে হাজির হওয়ার!
আমি আপনাদের সকলের কাছেই কৃতজ্ঞ শব্দটা বলতে চাচ্ছি না, এই এচিভমেন্ট এর পর, মনে হচ্ছে আপনাদের সকলের সাথেই অন্যরকম একটা দাবীর সম্পর্কে বাঁধা পড়েছি! আপনারা আমার ভালোবাসা নিবেন। আমার জন্য দোয়া করবেন। আমি সবসময়ই চেষ্টা করে যাবো, আরোও উন্নতভাবে নিজেকে আপনাদের সামনে হাজির করার! আমার কবিতা দিয়ে আপনাদের আনন্দ দেয়ার! সকলের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা ❤️❤️❤️
এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼


আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।