পুরনো চাল ভাতে বাড়ে!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

কথাটির অর্থ একটা বয়স পর্যন্ত সত্যি কথা বলতে আমি খুব একটা বুঝতাম না। কারণ এটা যদি কেউ প্রথমে শুনে। অর্থাৎ যে এটার অর্থ জানেনা। সে হয়তো ভাববে যে এটা একেবারেই ভাত কিংবা চাল সম্পর্কিত একটি ব্যাপার। তবে একটা দিক দিয়ে ভাবতে গেলে এটা ঠিক। এটা সত্যিই চাল সম্পর্কিত একটা কথা। অর্থাৎ এটা আমি অনেকবার বাসার মানুষদের বলতে শুনেছি যে, পুরনো চাল গুলো দিয়ে ভাত রান্না করলে অনেক বরকত পাওয়া যায়। অর্থাৎ বরকত মানে হলো অনেক বেশি হয়ে যায়।কিন্তু এটা যে মানুষের সম্পর্কেও ব্যবহার করা হয়। এটা আমার জানা ছিলো না। তো আজকে জানার পরে ভাবলাম আপনাদের সাথেও আমার নিজের কথাগুলো একটু শেয়ার করি।

সেটা হলো যারা আসলে কোনো কাজে দক্ষ। অর্থাৎ ধরুন কোনো একটি কাজ আমি মাত্র আজকে শুরু করলাম এবং আপনি সেই কাজটি অনেক দিন আগে থেকেই করেন। তো স্বাভাবিকভাবে কিন্তু আপনি আমার চেয়ে অনেক বেশি জানবেন। এখন ওই জায়গাতে গিয়ে যদি আমি আসলে নিজে মাতব্বরি করি। অর্থাৎ আপনার চেয়ে অনেক বেশি জানি এমনটা দেখাই।তাহলে কিন্তু সেটা হীতে বিপরীত হবে। অর্থাৎ সেখানে শুধুমাত্র কাজ খারাপ হবে, এছাড়া আর কিছুই হবে না।

তাই কোনো কাজে কোনো যদি পুরনো মানুষ থাকে। তাহলে কিন্তু সব সময় উনাদের কথাকে কিছুটা হলেও গুরুত্ব দেওয়া উচিত। কারণ পৃথিবীতে সবজান্তা কেউ নেই, এটা যেমন ঠিক। ঠিক তেমনটাই যাদের এক্সপেরিয়েন্স অনেক বেশি। তাদের জ্ঞানটাও অনেক বেশি আমরা তা ধরে নিতে পারি। আর কোনো কাজের ক্ষেত্রে আসলে নিজের ইগোকে একটু সাইডে রেখে সবসময় কাজ সম্পর্কে ভাবা আমাদের দায়িত্ব।আর এভাবে করে কাজ করলে আসলে কাজের মধ্যে সৌন্দর্যতা এবং সফলতা দুটোই খুব দ্রুত আসবে।আসলে আমি যেটা দেখলাম যে, আগের যুগের অনেকগুলো কথা অনেকটা রূপক অর্থে ব্যবহার করলেও বর্তমানে সেগুলোর সত্যতা অনেক বেশি।

ABB.gif