নিজেকে ভালো, নিজেরই রাখতে হয় ❤️😌

stay-home-4981862_1920.jpg

Source

আমরা সব সময় মনে করি আমাদের আশেপাশে যে সকল মানুষ রয়েছে, সকল কাছের মানুষ রয়েছে, তারা হয়তো আমাদের মনের অবস্থাটা ভালোভাবে বুঝতে পারেন। তারা হয়তো আমাদের ভালো এবং ভালো লাগাগুলো ভালোভাবে বুঝতে পারেন। সবমিলিয়ে আমরা এটা প্রত্যাশা করি তারা যেন আমাদেরকে ভালো রাখে, ভালো একটি প্ররিস্থিতির মধ্যে রাখে। তবে এই ধরনের বিষয়গুলো ভাবাটাও বর্তমান সময়ে বোকামি বলে মনে করি। কারণ যে মানুষটা নিজেকে নিজে ভালো রাখতে পারে না সে অন্যের কাছে কিভাবে প্রত্যাশা করে যে তারা তাদের ভালো বাদ দিয়ে আপনার ভালো খুঁজতে যাবে!!

আপনি বিশ্বাস করুন আর নাই করুন এই স্বার্থের পৃথিবীতে কেউ কারো আপন হয় না। সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। এমত অবস্থায় আমাদের নিজেদের ভালো নিজেকেই খুঁজতে হবে এবং নিজের বড় বড় সিদ্ধান্তগুলো নিজের উপরই ছেড়ে দিতে হবে। এমন অনেক সময় রয়েছে এই সময়গুলোকে আমরা অন্যদেরকে পরামর্শ দেই কিন্তু নিজের ক্ষেত্রেই যখন সে বিষয়গুলো ঘটে তখন কিন্তু আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি। যার কারণে নিজের কাছের বন্ধু-বান্ধব কিংবা নিজের কাছের মানুষদের কাছে পরামর্শ চাই এবং তাদের পরামর্শ হিসেবে কাজ করি।

হ্যাঁ, অন্যদের কাছ থেকে আমরা পরামর্শ গ্রহণ করব এটা ঠিক রয়েছে। কিন্তু সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত যেন আপনার নিজের হয়। এটাই আমাদের হওয়া উচিত এবং এভাবে করেই নিজেকে ভালো রাখতে হবে বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন, আপনার দায়িত্ব কি অন্য কেউ নিবে নাকি আপনি নিজেই নেবেন? সে বিষয়টা অবশ্যই মন্তব্যে জানাতে পারেন। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।

ABB.gif